রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ১৬ কেজি ওজনের রুই মাছ এবং ১৩ কেজি ওজনের কাতল মাছ সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে মোট ৫৩ হাজার ১০০ টাকায়।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে পদ্মা নদীর চরকর্ণসোনা এলাকায় জেলে কৃষ্ণ হালদারের জালে ধরা পড়ে কাতল মাছটি। সকাল ৭টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া টার্মিনালে মিলনের মৎস্য আড়তে নিয়ে এলে, এটি স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ১৬ হাজার ৯০০ টাকায় ক্রয় করেন।
অপরদিকে, পদ্মা নদীর ১৬ কেজি ওজনের বড় রুই মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মোহন মোল্লার আড়তে উঠলে, এটি ২ হাজার টাকা কেজি দরে ৩২ হাজার টাকায় বিক্রি হয়। পরে, শাহজাহান শেখ মাছগুলো উন্মুক্ত নিলামে ক্রয় করে সেগুলো ফেসবুকে পোস্ট করেন এবং অনলাইনে বিক্রি করেন। কাতল মাছটি ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৫০০ টাকায় এবং রুই মাছটি ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, সম্প্রতি পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকারের বিভিন্ন মাছ ধরা পড়ছে, যা তাদের জন্য লাভজনক হচ্ছে।
Mytv Online