সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রস্তুত করেছে তদন্ত কমিটি, যা আগামীকাল (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হস্তান্তর করা হবে। তদন্তের স্বার্থে কোনো আলামত প্রয়োজনে বিদেশেও পাঠানো হতে পারে।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তার প্রেস উইংয়ের সদস্যরা এসব তথ্য জানান। তারা জানান, সচিবালয়ে সাংবাদিকদের চলাচল সীমিত করা হয়েছে আলামত রক্ষার জন্য, তবে আগামীকাল থেকে প্রথম পর্যায়ে ২০০ জন সাংবাদিক অস্থায়ী পাস পাবেন। এছাড়া, যৌক্তিক কারণে অন্যদেরও পাস নেওয়ার সুযোগ থাকবে।
এ সময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবে শেখ হাসিনার গ্রাফিতি মোছার ঘটনায় প্রেস উইং সদস্যরা জানান, এটি একটি ভুল বোঝাবুঝি ছিল, যা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের কাছে জানিয়েছে। তবে, স্তম্ভটি ঘৃণাস্তম্ভ হিসেবে রাখা হবে। তারা আরও জানান, ৩১ জানুয়ারি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের উদ্যোগের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই।
প্রেস সচিব শফিকুল আলম এই বিষয়ে আরও বিস্তারিত তুলে ধরে বলেন, "সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই এই ঘোষণাপত্র পাঠের উদ্যোগে।"