ইসরায়েলের নিরাপত্তা বিভাগ ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে। অভিযোগ রয়েছে, এই ব্যক্তিরা ইসরায়েলের সামরিক ঘাঁটি ও জ্বালানি অবকাঠামোর তথ্য সংগ্রহ করছিলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় সোমবার, ইসরায়েলের মুখ্য গোয়েন্দা সংস্থা শিন বেট এবং পুলিশ গ্রেফতারের খবরটি প্রকাশ করে। অভিযুক্ত সাতজন উত্তর ইসরায়েলের বাসিন্দা, যাদের মধ্যে কয়েকজন হাইফা শহরের অধিবাসী। তদন্তে জানা গেছে, তারা সামরিক ঘাঁটি, জ্বালানি এবং বন্দরের সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ইরানের কাছে পাচার করছিলেন।
ইসরায়েলি তদন্তে দেখা গেছে, এই গোষ্ঠীটি দুই বছর ধরে ‘আলখান’ ও ‘ওরখান’ নামে পরিচিত দুই ইরানি এজেন্টের নির্দেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিল।