বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে তৃণমূল নেতাদের উদ্দেশে পাঠানো একটি চিঠি নিয়ে দলটির মধ্যে ও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত ২২ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, গণঅধিকার পরিষদের সাংগঠনিক কাজে সার্বিক সহযোগিতা করতে হবে। তবে চিঠিটি শুধুমাত্র পটুয়াখালী-৩ আসনে সহযোগিতা দেওয়ার জন্য নির্দেশনা দেয়, যা দলের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
প্রায় দুই সপ্তাহ আগে তারেক রহমানের সাথে বৈঠকে শরিক দলের প্রধানরা বিএনপির সহযোগিতা না পাওয়ায় আন্দোলন চালাতে সমস্যার কথা জানান। এতে তারেক রহমান শরিক দলগুলোর প্রতি সহযোগিতা বৃদ্ধির নির্দেশ দেন। কিন্তু চিঠিটি শুধুমাত্র একটি নির্দিষ্ট আসনের জন্য পাঠানোয় দলের অন্যান্য শরিক নেতারা বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে ড. ফরহাদের নেতৃত্বে কয়েকজন নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে গুলশানে দেখা করেন এবং কেন এই বিশেষ চিঠি পাঠানো হয়েছে, তা জানতে চান। মির্জা ফখরুল তাদেরকে আশ্বস্ত করেন যে, একটি ভিন্ন চিঠি তাদের জন্যও পাঠানো হবে।
পটুয়াখালী-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির সদস্য গোলাম মওলা রনি জানান, তিনি এই চিঠি সম্পর্কে কিছু জানেন না। অন্যদিকে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মনোনয়নপ্রত্যাশী মো. হাসান মামুন মনে করেন, "নির্বাচনের আগে রাজনৈতিক চাল হিসেবে এমন চিঠি পাঠানো হয়ে থাকতে পারে।"