আজারবাইজান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজ রাশিয়ার গুলিতে বিধ্বস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। রোববার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট আলিয়েভ তার বক্তব্যে বলেছেন, “রাশিয়া দুর্ঘটনাবশত আমাদের বিমানটিকে গুলি করেছে। এটি কোনো পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রম ছিল না। তবে দায় স্বীকার করে রাশিয়াকে যথাসময়ে ক্ষমা চাইতে এবং জনগণকে বিষয়টি অবহিত করা উচিত ছিল।”
এর আগে একই অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। তারা দাবি করেছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই আজারবাইজান এয়ারলাইনসের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।
গত ২৫ ডিসেম্বর ৬৭ আরোহী নিয়ে আজারবাইজানের বিমানটি বিধ্বস্ত হয়। এতে প্রাণ হারান ৩৮ জন। বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার রাজধানী গ্রোজনি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীদের মধ্যে বেশিরভাগই ছিলেন আজারবাইজানের নাগরিক। এছাড়া রাশিয়া, কাজাখস্তান এবং কিরগিজিস্তানের যাত্রীও ছিলেন উড়োজাহাজটিতে।
এ ঘটনার পর গত শনিবার (২৮ ডিসেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমা প্রার্থনা করেন। ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ভুলবশত বিমানটি গুলি করা হয়। তবে রাশিয়ার পক্ষ থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
ঘটনার সময় গ্রোজনি, মোজদোক এবং ভ্লাদিকাভাকাজ এলাকায় ইউক্রেনের ড্রোন হামলা চলছিল বলে ক্রেমলিন দাবি করেছে।