ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘তিস্তা নিয়ে ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও’ গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চায় ছাত্রদল রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে পারব, সময় লাগবে : ড. খলিলুর রহমান দুই ফিফটিতে বাংলাদেশের বড় সংগ্রহ এবারের হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল ‘ভিউ’ বাড়াতে সন্তানদের ব্যবহার, প্রশাসনের নজরে ‘ক্রিম আপা’ মঙ্গল শোভাযাত্রা নাম থাকছে কিনা তা নির্ধারণ করবে ঢাবি কর্তৃপক্ষ: সংস্কৃতি উপদেষ্টা অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীদের ১০ বছরের কারাদণ্ডের বিধান চালু তাজিকিস্তানে চীনের পাল্টা শুল্ক: নিউ ইয়র্ক পোস্ট পড়তে দেখা গেলো ট্রাম্পকে গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির ফজলে করিম পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিজ্ঞাপন প্রচার করে লাভবান হচ্ছে মেটা গাজায় ইসরায়েলি তাণ্ডব অব্যাহত, ২৪ ঘণ্টায় ৬০ জনের প্রাণহানি গাজায় একটা শস্যদানাও ঢুকতে দেব না: ইসরায়েলি মন্ত্রী যুদ্ধের জন্য প্রস্তুত মিশরের সশস্ত্র বাহিনী! বৈশাখে পান্তা-ইলিশ বাংলা সংস্কৃতির অংশ না: উপদেষ্টা ফরিদা হামাস বা ইসরাইল কেউই গাজা শাসন করবে না: ইমানুয়েল ম্যাক্রোঁ নিহত তিন জামায়াত কর্মীকে নিজ গ্রামে দাফন ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে ‘মুসলিম কর্মী’ বরখাস্ত! অশ্রুবন্যা গাজায় মানবতার আহ্বান গাজায় ইসরাইলি গণহত্যার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

আশ্বাসের পরও সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের অনুমতি মেলেনি

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০২:৩১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০২:৩১:২২ অপরাহ্ন
আশ্বাসের পরও সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের অনুমতি মেলেনি
অস্থায়ী পাসের মাধ্যমে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু সকাল থেকে প্রবেশের জন্য সাংবাদিকরা সচিবালয়ের গেটে অবস্থান করছেন। দুপুর ১২টা পেরিয়ে গেলেও সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে অনুমতি মেলেনি।সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ২৬ ডিসেম্বর রাতে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয় কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বাস দেন, সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও সাংবাদিকদের একই তথ্য জানান। এর পরিপ্রেক্ষিতে অস্থায়ী পাসের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবাদিকদের তালিকাও দেওয়া হয়। এত কিছুর পরও সচিবালয়ে প্রবেশ করতে পারছেন না সাংবাদিকরা।
এ বিষয়ে সচিবালয়ের প্রধান গেটে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, প্রাথমিকভাবে গেটে সাংবাদিকদের একটি তালিকা দেওয়া হলেও পরে সেটি প্রত্যাহার করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কাজ এখনো চলমান থাকায় কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাংবাদিকদের প্রবেশে এখনো অনুমতি দেননি।

গত বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে ইতিহাসের সবচেয়ে বড় আগুন লাগার ঘটনায় পুড়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারটি তলা। এ চার তলায় পাঁচটি মন্ত্রণালয়ের অফিস ছিল। বুধবার দিনগত রাত ২টার কিছু আগে আগুন লাগে, ছয় ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নিভতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা–কর্মচারীদের অনুকূলে দেওয়া স্থায়ী প্রবেশ পাস (ডিজিটাল এক্সেস কন্ট্রোল সিস্টেম) এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দেওয়া অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিদের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো।

এরপর সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকের পর সরকারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার থেকে পরবর্তী ১৫ দিন সাংবাদিকরা অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করবেন। এরপর আবেদনের ভিত্তিতে সাংবাদিকদের নতুন প্রবেশ পাস দেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘তিস্তা নিয়ে ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও’

‘তিস্তা নিয়ে ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও’