জাতীয় নাগরিক কমিটি ট্রেইনি (প্রশিক্ষণার্থী) চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবিতে চলমান আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং আন্দোলনকারীদের দ্রুত কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে যে, কিছু দুষ্কৃতকারী স্বৈরাচার সরকারের পক্ষে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়ানোর আন্দোলন যৌক্তিক এবং তারা এর সাথে একমত। তবে, গতকাল (২৯ ডিসেম্বর) ট্রেইনি চিকিৎসকরা বিক্ষোভ করার সময় সুশৃঙ্খলভাবে আন্দোলন না করে শাহবাগ সড়ক অবরোধ করেন, যা সাধারণ মানুষ ও হাসপাতালের রোগীদের জন্য চরম দুর্ভোগের সৃষ্টি করেছে।
কমিটি আরও জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমানের আমন্ত্রণে এনডিএফ, ড্যাব ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমে ভাতা বাড়ানোর বিষয়ে একমত হওয়া সত্ত্বেও আন্দোলনকারীরা শাহবাগে ফিরে গিয়ে আন্দোলন অব্যাহত রাখেন। নাগরিক কমিটি তাদের এই সিদ্ধান্তকে হঠকারিতামূলক বলে মন্তব্য করেছে।
এছাড়া, কমিটি অভিযোগ করেছে যে, স্বৈরাচারী সরকারের কিছু দুষ্কৃতকারী আন্দোলনকে উসকানি দিয়ে ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করছে। নাগরিক কমিটি বলেছেন, তারা চিকিৎসকদের ন্যায়সংগত আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করবে, তবে রাষ্ট্রবিরোধী কোনো আন্দোলনে তারা অংশ নেবে না।
চিকিৎসকদের প্রতি আহ্বান জানানো হয়, শাহবাগ ছেড়ে হাসপাতালগুলোতে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সহায়তা করতে।