রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন, ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নেওয়ার উদ্যোগ নিতে।
সোমবার (৩০ ডিসেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার অব্যাহত সহযোগিতার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোহিঙ্গা সংকট সমাধানে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে রাশিয়া মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে।
এছাড়া, খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় রাশিয়া থেকে গম ও সারসহ কৃষি উপকরণ আমদানির জন্য দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।