টলিউডের জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের প্রেমের সম্পর্ক অনেকেরই জানা। দীর্ঘদিন ধরে তারা একে অপরের সঙ্গে প্রেম করছেন এবং একসঙ্গে লিভ-ইন করছেন। প্রায় পাঁচ বছরের বেশি সময় একসঙ্গে থাকলেও এখনও বিয়ের পিঁড়িতে বসেননি তারা। তবে, এবার ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ের ঘোষণা দিলেন ঐন্দ্রিলা সেন।
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ঐন্দ্রিলা জানান, নতুন বছরে জীবনের নতুন পথচলায় তারা হাতে হাত রেখে হাঁটবেন। তিনি আরও লেখেন, "হ্যাঁ, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ; সবচেয়ে লম্বা পথ।" ভিডিওতে বিয়ের কেনাকাটা শুরু হওয়ার কথা জানিয়ে ঐন্দ্রিলা বলেন, তাদের বিয়ের প্রস্তুতি চলছে। যদিও বিয়ের তারিখ এখনও জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে, শীঘ্রই এই দম্পতি ভক্তদের জন্য একটি চমক উপহার দেবেন।
ঐন্দ্রিলার পোস্ট করা ভিডিও থেকে জানা গেছে, তাদের বিয়ের পোশাকের দায়িত্ব নিয়েছেন পোশাকশিল্পী অভিষেক রায়। ভিডিওতে ঐন্দ্রিলা নীল বেনারসি এবং সোনালি জরিতে বোনা শাড়ি, বিয়ের গহনা বেছে নিতে দেখা গিয়েছে। ধারণা করা হচ্ছে, বিয়ের দিন অঙ্কুশকে সনাতনী ধুতি-পাঞ্জাবিতে দেখা যাবে।
এদিকে, বিয়ের ঘোষণা দেওয়ার পর থেকেই তাদের ভক্তরা শুভেচ্ছা জানিয়ে ভাসিয়ে দিয়েছেন এই দম্পতিকে। দীর্ঘদিনের প্রেমের পর তারা একসঙ্গে বাকিটা জীবন কাটাবেন, এমনটাই প্রত্যাশা সবার।