বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সমর্থন চেয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ সমর্থন চান বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মো. শুহাদা ওসমান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পররাষ্ট্রসচিব আসিয়ানের আসন্ন ২০২৫ সালের সভাপতিত্বের জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান। তিনি মালয়েশিয়ার প্রতি রোহিঙ্গা সংকট সমাধানে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি চলতি বছরের ৩১ মে মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার কর্মীর বিষয়ে সমাধানের ওপর জোর দেন।
পররাষ্ট্রসচিব দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা দ্রুত শুরু করার প্রত্যাশা করেন। উভয় পক্ষ আগামী বছরের শুরুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরবর্তী পরামর্শ সভার জন্য আশাবাদ প্রকাশ করে।
মালয়েশিয়ার হাইকমিশনার জানান, তার দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলো শ্রম এবং রোহিঙ্গা ইস্যুতে কাজ করছে।
সাক্ষাতে উভয়পক্ষ জনশক্তি, বাণিজ্য, বিনিয়োগ এবং হালাল অর্থনীতিতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।