সচিবালয়ে ২৬ ডিসেম্বর অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ (৩১ ডিসেম্বর) চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে প্রস্তুত। স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গণি জানিয়েছিলেন, বিকাল ৫টার মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।
প্রতিবেদনে সেনা, পুলিশ, গণপূর্ত এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সংগৃহীত তথ্যগুলো অন্তর্ভুক্ত করা হবে। জানা গেছে, অগ্নিকাণ্ডের সাথে সংশ্লিষ্ট আলামত দেশের বিভিন্ন ল্যাবে পরীক্ষা করা হয়েছে এবং বিদেশ থেকেও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এসব পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে জানার চেষ্টা করা হচ্ছে কীভাবে আগুন লেগেছিল এবং কারা এর সঙ্গে জড়িত ছিল।
প্রাথমিকভাবে, ৩০ ডিসেম্বর প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল, কিন্তু তা প্রস্তুত না হওয়ায় কমিটি সময় নিয়ে প্রতিবেদন জমা দিতে পারে বলে জানানো হয়েছিল। অগ্নিকাণ্ডে ৫টি মন্ত্রণালয়ের দফতর ক্ষতিগ্রস্ত হয়, এবং এই ঘটনায় তদন্ত চলছে।