মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর বারিধারায় মার্কিন দূতাবাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পর তিনি সেখানে খোলা শোক বইয়ে একটি শোকবার্তা লেখেন।
মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন প্রধান উপদেষ্টাকে দূতাবাসে স্বাগত জানান। এ সময়, ড. ইউনূস জিমি কার্টারের সঙ্গে তার বন্ধুত্বের কথা পুনরায় স্মরণ করেন এবং বলেন, তিনি একসময় জিমি কার্টারের জর্জিয়ার বাড়িতে গিয়েছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, "জিমি কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র ও শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন।" তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ার জন্য কার্টারের ভূমিকারও প্রশংসা করেন।
ড. ইউনূস ১৯৮৬ সালে প্রেসিডেন্ট কার্টারের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন এবং কার্টার সেন্টারের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে তার প্রভাবশালী কাজের গভীর প্রশংসা করেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ২০২৩ সালের ২৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ১০০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে তিনি ১৯৭৭ থেকে ১৯৮১ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
Mytv Online