ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশটির ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী হিসেবে চিহ্নিত করেছে একটি সাম্প্রতিক সমীক্ষা। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) পরিচালিত এই সমীক্ষায় দেখা গেছে, তার মোট সম্পত্তি মাত্র ১৫ লাখ টাকা।
অন্যদিকে, ভারতের ধনী মুখ্যমন্ত্রীদের তালিকার শীর্ষে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নায়ডু, যার সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকারও বেশি। দ্বিতীয় অবস্থানে আছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু, যার সম্পত্তি ৩৩২ কোটি টাকা। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সম্পত্তির পরিমাণ ৫১ কোটি টাকা।
দরিদ্রতম মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, যার মোট সম্পত্তি ৫৫ লাখ টাকা।
এডিআরের তথ্যমতে, ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি প্রায় ৫২ কোটি ৫৯ লাখ টাকা। অন্যদিকে, দেশের গড় মাথাপিছু আয় ১ লাখ ৮৫ হাজার ৮৫৪ টাকা, যা মুখ্যমন্ত্রীদের গড় আয়ের তুলনায় প্রায় সাড়ে সাত গুণ কম।
এডিআরের এই প্রতিবেদন ভারতের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার মধ্যে সম্পত্তি বৈষম্যের চিত্র তুলে ধরেছে।
Mytv Online