বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম। পাশাপাশি সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সকাল ৮টায় সম্মেলন শুরু হয়ে দুপুরে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। উল্লেখযোগ্যভাবে, এটি ছিল আওয়ামী লীগের দেড় দশকের স্বৈরাচারি শাসনের অবসানের পর ছাত্রশিবিরের প্রথম প্রকাশ্যে সম্মেলন আয়োজন।
সারা দেশ থেকে সদস্যরা এই সম্মেলনে অংশ নেন। নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনের জন্য গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৩০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দেন। এই নির্বাচন শেষে দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের আয়োজন করা হয়।