নারায়ণগঞ্জ প্রেসক্লাবে দুর্বৃত্তদের হামলায় অন্তত পাঁচজন সাংবাদিক আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় রনি নামের একজনকে আটক করেছে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন জানান, ২০-২৫ জনের একটি দল প্রেসক্লাবের পাঁচতলায় উঠে ভাঙচুর চালায়। তখন ক্লাবে থাকা সাংবাদিকরা বাধা দিলে তাদের ওপর হামলা হয়। এতে আহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ শাখার সভাপতি এবং আমার দেশ পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি আবু সাউদ মাসুদসহ আরও কয়েকজন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রনি নামে এক ব্যক্তিকে আটক করে। জানা গেছে, আটক রনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের ঘনিষ্ঠ সহযোগী। হামলায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।