দেশে নতুন একটি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল "বিটিভি নিউজ" আজ (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে সম্প্রচার শুরু করেছে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে, যেখানে চ্যানেলের লোগো প্রকাশ করা হয়েছে।
বিটিভি নিউজ হলো একটি পূর্ণাঙ্গ সংবাদভিত্তিক চ্যানেল, যা বাংলাদেশের প্রথম টেলিভিশন চ্যানেল বিটিভি থেকে পৃথক। বিটিভি, যেটি বাংলাভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন, ১৯৬৪ সালের ২৫শে ডিসেম্বর পাইলট প্রকল্প হিসেবে যাত্রা শুরু করে এবং ১৯৭২ সালে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত হয়।
এখন পর্যন্ত বিটিভি দেশের শতকরা ৯৫ ভাগ মানুষকে টেরিস্ট্রিয়াল সম্প্রচার মাধ্যমে সেবা প্রদান করছে, তবে বিটিভি নিউজ বিশেষভাবে সংবাদ সম্প্রচারে মনোনিবেশ করবে।