জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইরানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল বা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর কোনও হামলা হলে ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। এ সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ড। তিনি জানান, আত্মরক্ষায় যুক্তরাষ্ট্র সবসময় প্রস্তুত এবং ইসরায়েল-ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসান চায় তারা।
সম্প্রতি ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যা ইসরায়েল পাল্টা হামলা চালিয়ে প্রতিহত করেছে। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
ইরানের প্রতিনিধি আমির সাইয়েদ ইরাভানি যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ইসরায়েলের আক্রমণের সমালোচনা করেন এবং ইরানের আত্মরক্ষার অধিকারের ওপর জোর দেন।
এদিকে, ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন, ইরানের সামরিক এবং অর্থনৈতিক অবকাঠামোতে কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য।
তিনি আরও বলেন, ইসরায়েল শান্তি চায়, তবে যেকোনও হুমকির যথাযথ জবাব দেবে।