কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বুধবার সকালে বারেরা গ্রামে, ভোষনা হাছানিয়া দারুল উলুম মাদ্রাসার পাশে দেবিদ্বার টু চান্দিনা সড়কের পাশে একদিন বয়সী একটি কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় তিন শিশু খেজুরের রস সংগ্রহ করতে এসে একটি কার্টন বক্সে নবজাতকের মৃতদেহ দেখতে পায় এবং স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
দেবিদ্বার থানার উপ-পরিদর্শক এসআই কামরুল হাসান জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে নবজাতকের পরিচয় জানা যায়নি। তবে, শিশুদের মাধ্যমে তথ্য পাওয়া যাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।