ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসীদের এনআইডি সেবায় সার্ভিস চার্জের বিষয় পর্যালোচনা করবে ইসি বাইডেনের স্ত্রীকে সবচেয়ে দামি উপহার দিয়েছিলেন মোদি টিউলিপকে বিনা মূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যবসায়ী ভারতের মধ্যে চীনের নতুন শহর ঘোষণা শেখ হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সোহেল তাজ চাকরি হবে মেধার ভিত্তিতে যে মতাদর্শেরই হোক না কেন-  সারজিস আলম  নতুন মহামারির শঙ্কা: এইচএমপিভি ভাইরাসের উপসর্গগুলো কী? বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে কলকাতা, ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ শেখ হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে সর্বশেষ যা বলছে ভারত চোটের কারণে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন বুমরাহ আজহারীর মাহফিল ঘিরে যশোরে ১৫ লক্ষাধিক মানুষের উপস্থিতি, পদদলিত হয়ে আহত ৩০ দুদিন পর ঢাকার আকাশে সূর্যের হাসি ট্রাম্প-সমর্থিত মাইক জনসন স্পিকার পদে পুনর্নির্বাচিত যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় চলছে ধ্বংসযজ্ঞ, নিহত আরও ৬১ অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই,জামায়াতের আমির ডা. শফিকুর রহমান কম্বল কিনতে প্রধান উপদেষ্টার তহবিল ও ত্রাণ মন্ত্রণালয়ের ৩৩ কোটি ৮৭ লাখ টাকা বরাদ্দ শীতে কাঁপছে দেশ, দেখা নেই সূর্যের  বিয়ে করলেন গায়ক-অভিনেতা তাহসান খান শীতের সবজিতে ভরপুর বাজার, দামও কমেছে

খেজুরের রস খেতে গিয়ে সড়কে শেষ তিন প্রাণ

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ০৩:৪৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ০৩:৪৪:২৩ অপরাহ্ন
খেজুরের রস খেতে গিয়ে সড়কে শেষ তিন প্রাণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫০০ মিটারের দূরত্বে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারীসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাচঁ জন। বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম। বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন হাটাবো আতলাশপুর এলাকার মৃত ফালান দাসের ছেলে রাম দাস (৭০), একই এলাকার মৃত গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ (৭০) ও নতুন বাজার এলাকার হৃদয় (২৭)।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৯টার দিকে হাটাবো জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কের পাশে ফুটপাত থেকে জেলেদের কাছ থেকে রাম দাস ও ইবাদুল্লাহ মাছ কিনছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে চাপা পড়েন রাম দাস ও ইবাদুল্লাহ। এ সময় ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এ সময় আবু তাহের, রাধামন ও সর্বস্বর নামে আরও তিন জন পথচারী আহত হন। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

অপরদিকে, বুধবার সকাল ভোরে রাজধানী ঢাকার নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে হৃদয়, মুন্না ও শান্ত নামে তিন যুবক খেজুরের রস খেতে রূপগঞ্জে আসেন। সকাল ৭টার দিকে খেজুরের রস খেয়ে রূপগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন তারা। এ সময় তারা জেলাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ইট বহনকারী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই হৃদয় নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। এ সময় মুন্না ও শান্ত গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এসআই জহিরুল ইসলাম বলেন, ‘পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। দুই ঘটনায় প্রাইভেটকারচালক ও ইট বহনকারী ট্রলিচালককে আটক করা হয়েছে। প্রাইভেটকার ও ইট বহকারী ট্রলিটি জব্দ করা হয়েছে। এসব ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
প্রবাসীদের এনআইডি সেবায় সার্ভিস চার্জের বিষয় পর্যালোচনা করবে ইসি

প্রবাসীদের এনআইডি সেবায় সার্ভিস চার্জের বিষয় পর্যালোচনা করবে ইসি