নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫০০ মিটারের দূরত্বে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারীসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাচঁ জন। বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম। বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন হাটাবো আতলাশপুর এলাকার মৃত ফালান দাসের ছেলে রাম দাস (৭০), একই এলাকার মৃত গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ (৭০) ও নতুন বাজার এলাকার হৃদয় (২৭)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৯টার দিকে হাটাবো জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কের পাশে ফুটপাত থেকে জেলেদের কাছ থেকে রাম দাস ও ইবাদুল্লাহ মাছ কিনছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে চাপা পড়েন রাম দাস ও ইবাদুল্লাহ। এ সময় ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এ সময় আবু তাহের, রাধামন ও সর্বস্বর নামে আরও তিন জন পথচারী আহত হন। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অপরদিকে, বুধবার সকাল ভোরে রাজধানী ঢাকার নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে হৃদয়, মুন্না ও শান্ত নামে তিন যুবক খেজুরের রস খেতে রূপগঞ্জে আসেন। সকাল ৭টার দিকে খেজুরের রস খেয়ে রূপগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন তারা। এ সময় তারা জেলাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ইট বহনকারী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই হৃদয় নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। এ সময় মুন্না ও শান্ত গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এসআই জহিরুল ইসলাম বলেন, ‘পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। দুই ঘটনায় প্রাইভেটকারচালক ও ইট বহনকারী ট্রলিচালককে আটক করা হয়েছে। প্রাইভেটকার ও ইট বহকারী ট্রলিটি জব্দ করা হয়েছে। এসব ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’