২০২৫ সালের নববর্ষ উদযাপনের সময় পাকিস্তানের করাচিতে ফাঁকা গুলিতে ২৯ জন আহত হয়েছেন। আহতদের জিন্না হাসপাতাল ও আব্বাসি শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
উদ্ধারকর্মীদের তথ্য অনুযায়ী, আহতদের বেশিরভাগই লিয়াকতাবাদ, গুলশানে ইকবাল, শাহ ফয়সাল কলোনি এবং ওরাঙ্গি টাউনের বাসিন্দা। নববর্ষ উদযাপনের সময় ফাঁকা গুলি চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটে।
এর আগে করাচি পুলিশ নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সতর্কতা জারি করেছিল। পুলিশ জানিয়েছিল, ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটলে তা হত্যার চেষ্টার মামলার আওতায় আসবে। তবে সতর্কতা সত্ত্বেও অনেকেই ফাঁকা গুলি ছুড়েছেন।
ঘটনার পরপরই করাচির শাদবাগ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১৫ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।
অন্যদিকে, লাহোর পুলিশ জানিয়েছে, নববর্ষ উদযাপনের সময় আইন লঙ্ঘনের অভিযোগে লাহোরের বিভিন্ন এলাকা থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা ফাঁকা গুলি চালিয়ে সহিংস পরিবেশ সৃষ্টি করেছিলেন বলে অভিযোগ উঠেছে।