গতকাল সারাদিন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জল্পনা চলছিল যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এবারের ব্যালন ডি’অর জিতবেন।
তবে স্প্যানিশ ক্লাব ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির নামও সংবাদমাধ্যমে ঘুরছিল। শেষমেশ, যখন প্যারিসে এই পুরস্কারের আনুষ্ঠানিকতা শুরু হতে আর বেশি সময় বাকি ছিল না, তখন জানা গেল ভিনিসিয়ুসের পরিবর্তে রদ্রির হাতে উঠতে যাচ্ছে ব্যালন ডি’অর।
ভিনিসিয়ুস এবং রিয়াল মাদ্রিদ থেকে কেউই প্যারিসে অনুষ্ঠানে যাচ্ছেন না বলে জানা গেছে। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন, যেখানে উল্লেখ করা হয় যে ভিনিসিয়ুস এবারের ব্যালন ডি’অর জিতবেন না এবং রিয়াল মাদ্রিদের কোনো সদস্যও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিংগুতো জানায়, পুরস্কারটি জিতছেন ম্যানচেস্টার সিটির রদ্রি, আর এ খবরটি নিশ্চিত করেছে আরএমসি স্পোর্টও। এরপর জানা যায়, পুরো রিয়াল মাদ্রিদ দল এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করেছে, যদিও ক্লাবটি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না পাওয়ায় রিয়াল মাদ্রিদ হতাশ হলেও এটি নিশ্চিত যে তারা আগামীর দিকে তাকিয়ে রয়েছে।