বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায়। ২০২৩ সালে বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে বিতর্কে পড়েছিলেন ইলিয়ানা। সেই বছরের মে মাসে তিনি মাইকেল ডোলানকে বিয়ে করেন এবং আগস্টে প্রথম পুত্র সন্তানের জন্ম দেন।
সম্প্রতি ইলিয়ানা সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে প্রেগন্যান্সি কিট হাতে নিয়ে দেখা যায়। যদিও নতুন সন্তানের বিষয়টি তিনি সরাসরি নিশ্চিত করেননি, তবে এই ছবি দেখে বলিপাড়ায় গুঞ্জন শুরু হয়েছে—ইলিয়ানা কি ফের মা হতে চলেছেন?
এর আগে, ইলিয়ানা অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০১৯ সালে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এরপর ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠলেও সেটি বেশিদিন স্থায়ী হয়নি।
বিয়ের পর এক সাক্ষাৎকারে ইলিয়ানা তার স্বামী মাইকেল ডোলানকে নিয়ে বলেন, “বিবাহিত জীবন সুন্দরভাবে চলছে। মাইকেলের কোন বিষয়টি সবচেয়ে বেশি পছন্দ করি, তা বলা কঠিন। কারণ প্রতিদিনই নতুন কিছু শিখছি এবং ভালো লাগার তালিকা আরও বড় হচ্ছে।”
ইলিয়ানার এই নতুন ছবি এবং ব্যক্তিগত জীবনের খবরে ভক্তদের আগ্রহ বেড়ে গেছে। এখন সবাই অপেক্ষায় আছেন, কবে তিনি নিজেই বিষয়টি নিয়ে কথা বলবেন।