ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাত মিনিটে ১৫৯ ভরি সোনা চুরি ‘হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত’-সারজিস আলম চার শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ গাজায় ইসরায়েলের হামলায় একই পরিবারের ১১ জন নিহত তিন মেয়াদে ভুয়া সংসদে ভুয়া এমপি-স্পিকার ছিল: প্রধান উপদেষ্টা যেখানেই মেগা প্রকল্প সেখানেই মেগা দুর্নীতি-জামায়াত আমির ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ‘মানুষ কীভাবে এত সুন্দর হয়, অঞ্জনা ছিল পরীর মতো’ কাশ্মিরে ভারতীয় তিন সৈন্য নিহত ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংককে শেষ করে দিয়েছে: জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন ৫০ বিচারক আ.লীগের তিন সংসদ নির্বাচন তদন্ত করবে ইসি ‘হাসিনা ও তার আত্মীয়স্বজন দেশের অর্থনীতি ধ্বংস করেছে’ বিদায় বেলায় ইরানে হামলার খায়েশ বাইডেনের খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সেভেন সিস্টার্সকে বাঁচাতেই মুক্তিযুদ্ধে সহায়তা করে ভারত: সারজিস টেকনাফে ফাঁকা গুলি ছুঁড়ে রাজমিস্ত্রীকে অপহরণ: তিন দিনে অপহরণ ৩০ জন বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন চিত্রনায়িকা অঞ্জনা ইসরাইলকে যে পরিমাণ অস্ত্র দেয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সারদায় এবার প্রশিক্ষণরত ৮ কনস্টেবলকে অব্যাহতি

ঢাকা ও গাজীপুরে ছিনতাইয়ের শিকার হয়ে ঢামেকে পুলিশসহ ৩ জন

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ১২:০৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ১২:০৮:২২ অপরাহ্ন
ঢাকা ও গাজীপুরে ছিনতাইয়ের শিকার হয়ে ঢামেকে পুলিশসহ ৩ জন
রাজধানী ঢাকা এবং গাজীপুরে পৃথক তিনটি ছিনতাইয়ের ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। এসব ঘটনা ঘটে বুধবার রাতে থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন, এবং তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

প্রথম ঘটনা ঘটে যাত্রাবাড়ী এলাকায়, যেখানে রাত পৌনে ১২টার দিকে ১৭ বছর বয়সী রাজন বর্মন ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন। রাজন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দয়াকান্দি গ্রামের বাসিন্দা এবং যাত্রাবাড়ী কাজলা পেট্রোল পাম্পের কাছে ভাড়া থাকতেন। তার বাবা রমেশ বর্মন জানান, রাজন রাতে কাজলা মিনা বাজারের গলি দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। ছিনতাইকারীরা মোবাইল ছিনিয়ে নিতে চাইলে রাজন বাধা দেন, তখন ছিনতাইকারীরা তাকে বুকের বামপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাজনকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে ভর্তি করেন।

দ্বিতীয় ঘটনা ঘটে খিলগাঁওয়ের গোড়ান আদর্শ গলির সামনে, যেখানে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মো. কাজল আহমেদ নামে এক ব্যক্তি ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন। কাজল নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার নূর আহমেদের ছেলে। তার ভাগ্নি তন্নী জানান, কাজল অটোরিকশায় যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাকে চাপাতি দিয়ে পায়ে আঘাত করে এবং মোবাইল ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

তৃতীয় ঘটনা ঘটে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার এলাকায়, যেখানে পুলিশ সদস্য মো. মোশারফ হোসেন ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন। নূর মোহাম্মদ নামে এক পুলিশ সদস্য জানান, মোশারফ তার বাসার মালপত্র নিয়ে পিকআপে করে টাঙ্গাইল যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা পিকআপের গতিরোধ করে এবং মোশারফকে পায়ের বামপাশে ছুরিকাঘাত করে তার কাছ থেকে ২৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়, এবং চিকিৎসকরা তাকে ভর্তি করেন।

এ ঘটনাগুলোর পর ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, এসব ছিনতাইয়ের বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং তদন্ত চলছে।

কমেন্ট বক্স