ঢাকা , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আমার নামে বদনাম করলে, আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে’ যে কারণে পোল্যান্ডে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করবে নরওয়ে সাজা মওকুফ করে ৫৬ বন্দিকে মুক্তি দিল সরকার ‘ইরানিরা কখনোই বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না’ ফোনালাপ বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত ইসরায়েলের কাছে নতুনভাবে ৫১০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের ‘পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য দর্শক আরও মনে রেখেছে’ শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতির আবেদন জানাবেন আইনজীবী সরকারি ভর্তুকি প্রত্যাহার করা হবে, মাস্ককে সতর্কবার্তা ট্রাম্পের গাজায় যুদ্ধ বন্ধ চান ট্রাম্প, জানাল হোয়াইট হাউজ ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ৩৪ মহানবী (সা.) ও মুসা (আ.)-কে নিয়ে ব্যাঙ্গাত্মক চিত্র আঁকায় তুরস্কে চার কার্টুনিস্ট গ্রেফতার আগামী নির্বাচন সুষ্ঠু না হলে কঠিন পরিস্থিতিতে পড়বে দেশ: তাহের বিএনপির আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান বর্তমান উপদেষ্টা পরিষদের ‘ফিটনেস’ দিয়ে আগামী নির্বাচন সম্ভব না: নুর ৫ লাখ কর্মভিসা দেবে ইতালি, পাবেন যারা রোনালদো বলেছিলেন সৌদি লিগ দুর্দান্ত, ম্যানসিটিকে হারিয়ে প্রমাণ দিলো আল হিলাল ২০৩০ সালের মধ্যে অকাল মৃত্যু হতে পারে ১ কোটি ৪০ লাখ মানুষের ফের পদ্মা সেতুতে দুর্নীতির অনুসন্ধান, নতুন তথ্য দুদকের হাতে জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম খালেদা জিয়া

ঢাকা ও গাজীপুরে ছিনতাইয়ের শিকার হয়ে ঢামেকে পুলিশসহ ৩ জন

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ১২:০৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ১২:০৮:২২ অপরাহ্ন
ঢাকা ও গাজীপুরে ছিনতাইয়ের শিকার হয়ে ঢামেকে পুলিশসহ ৩ জন
রাজধানী ঢাকা এবং গাজীপুরে পৃথক তিনটি ছিনতাইয়ের ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। এসব ঘটনা ঘটে বুধবার রাতে থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন, এবং তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

প্রথম ঘটনা ঘটে যাত্রাবাড়ী এলাকায়, যেখানে রাত পৌনে ১২টার দিকে ১৭ বছর বয়সী রাজন বর্মন ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন। রাজন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দয়াকান্দি গ্রামের বাসিন্দা এবং যাত্রাবাড়ী কাজলা পেট্রোল পাম্পের কাছে ভাড়া থাকতেন। তার বাবা রমেশ বর্মন জানান, রাজন রাতে কাজলা মিনা বাজারের গলি দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। ছিনতাইকারীরা মোবাইল ছিনিয়ে নিতে চাইলে রাজন বাধা দেন, তখন ছিনতাইকারীরা তাকে বুকের বামপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাজনকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে ভর্তি করেন।

দ্বিতীয় ঘটনা ঘটে খিলগাঁওয়ের গোড়ান আদর্শ গলির সামনে, যেখানে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মো. কাজল আহমেদ নামে এক ব্যক্তি ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন। কাজল নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার নূর আহমেদের ছেলে। তার ভাগ্নি তন্নী জানান, কাজল অটোরিকশায় যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাকে চাপাতি দিয়ে পায়ে আঘাত করে এবং মোবাইল ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

তৃতীয় ঘটনা ঘটে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার এলাকায়, যেখানে পুলিশ সদস্য মো. মোশারফ হোসেন ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন। নূর মোহাম্মদ নামে এক পুলিশ সদস্য জানান, মোশারফ তার বাসার মালপত্র নিয়ে পিকআপে করে টাঙ্গাইল যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা পিকআপের গতিরোধ করে এবং মোশারফকে পায়ের বামপাশে ছুরিকাঘাত করে তার কাছ থেকে ২৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়, এবং চিকিৎসকরা তাকে ভর্তি করেন।

এ ঘটনাগুলোর পর ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, এসব ছিনতাইয়ের বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং তদন্ত চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমার নামে বদনাম করলে, আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে’

‘আমার নামে বদনাম করলে, আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে’