ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে: এ্যানি পাঁচ মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার ৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখলো সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু ভারতে বাংলাভাষীদের হেনস্তার তীব্র সমালোচনা করলেন মমতা

ঢাকা ও গাজীপুরে ছিনতাইয়ের শিকার হয়ে ঢামেকে পুলিশসহ ৩ জন

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ১২:০৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ১২:০৮:২২ অপরাহ্ন
ঢাকা ও গাজীপুরে ছিনতাইয়ের শিকার হয়ে ঢামেকে পুলিশসহ ৩ জন
রাজধানী ঢাকা এবং গাজীপুরে পৃথক তিনটি ছিনতাইয়ের ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। এসব ঘটনা ঘটে বুধবার রাতে থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন, এবং তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

প্রথম ঘটনা ঘটে যাত্রাবাড়ী এলাকায়, যেখানে রাত পৌনে ১২টার দিকে ১৭ বছর বয়সী রাজন বর্মন ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন। রাজন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দয়াকান্দি গ্রামের বাসিন্দা এবং যাত্রাবাড়ী কাজলা পেট্রোল পাম্পের কাছে ভাড়া থাকতেন। তার বাবা রমেশ বর্মন জানান, রাজন রাতে কাজলা মিনা বাজারের গলি দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। ছিনতাইকারীরা মোবাইল ছিনিয়ে নিতে চাইলে রাজন বাধা দেন, তখন ছিনতাইকারীরা তাকে বুকের বামপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাজনকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে ভর্তি করেন।

দ্বিতীয় ঘটনা ঘটে খিলগাঁওয়ের গোড়ান আদর্শ গলির সামনে, যেখানে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মো. কাজল আহমেদ নামে এক ব্যক্তি ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন। কাজল নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার নূর আহমেদের ছেলে। তার ভাগ্নি তন্নী জানান, কাজল অটোরিকশায় যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাকে চাপাতি দিয়ে পায়ে আঘাত করে এবং মোবাইল ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

তৃতীয় ঘটনা ঘটে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার এলাকায়, যেখানে পুলিশ সদস্য মো. মোশারফ হোসেন ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন। নূর মোহাম্মদ নামে এক পুলিশ সদস্য জানান, মোশারফ তার বাসার মালপত্র নিয়ে পিকআপে করে টাঙ্গাইল যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা পিকআপের গতিরোধ করে এবং মোশারফকে পায়ের বামপাশে ছুরিকাঘাত করে তার কাছ থেকে ২৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়, এবং চিকিৎসকরা তাকে ভর্তি করেন।

এ ঘটনাগুলোর পর ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, এসব ছিনতাইয়ের বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং তদন্ত চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম

কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম