দেশজুড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ ও মুজিব কিল্লা প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
অভিযোগ রয়েছে যে, দেশব্যাপী বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য স্থাপনে হাজার কোটি টাকা অপচয় হয়েছে। আওয়ামী লীগ সরকার ১৫ বছর ধরে এই ভাস্কর্য, ম্যুরাল ও প্রতিকৃতি নির্মাণের কর্মসূচি নিয়েছিল, এবং এতে প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে।
অন্যদিকে, "মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন" প্রকল্পের অধীনে স্থাপন করা আশ্রয়কেন্দ্রগুলোতে অতিরিক্ত বিল প্রদান এবং মানহীন সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রকল্পের আওতায় ২০১৮ সালে ১৬ জেলায় ৫৫০টি মুজিব কিল্লা নির্মাণের জন্য প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। কিন্তু নির্মাণকাজের মান প্রশ্নবিদ্ধ হওয়ায় অনেক কিল্লা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে, এবং অনেক স্থানেই সেগুলো পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে।
এছাড়া, প্রকল্পের বেশ কিছু স্থাপনাগুলোর মধ্যে লাইট, ফ্যানসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী না থাকায় এবং অনেক কিল্লার অবস্থান ছিল স্থানীয় লোকালয়ের বাইরে, যা তাৎক্ষণিক ব্যবহারে বাধার সৃষ্টি করেছে। এসব অভিযোগের ভিত্তিতে দুদক অনুসন্ধান শুরু করেছে।