ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ জুনে অনিশ্চিত সাফ পলাতক আ.লীগ নেতাদের প্রত্যাবাসন চাইব : প্রেস সচিব আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক গাত্তি আর নেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দুদকের অভিযান মানবতাবিরোধী অপরাধ মামলা: জামায়াত নেতা আজহারের আপিল শুনানি কাল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান প্রধান উপদেষ্টার গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, মানবিক সহায়তার দাবি অ্যাঞ্জেলিনা জোলির বাংলাদেশের ভূখণ্ড দিয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেলপথ প্রকল্প স্থগিত করল ভারত ৮৮ বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস বনানী ১১-তে ব্যাটারিচালিত রিকশাচালক ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ৩ মে মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি : নেপালের রাষ্ট্রদূত সিলেট টেস্ট: বাংলাদেশকে চাপে রেখেই দিনটা নিজেদের করে নিলেন জিম্বাবুয়ে পারভেজের মতো ছাত্রনেতার খুনীরা দেশ পরিবর্তনের আন্দোলনে ছিলো না: ফখরুল এনসিটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি চট্টগ্রাম মহানগর জামায়াতের আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ সংখ্যক বন্দি বিনিময় রাশিয়া-ইউক্রেনের ‘শেখ হাসিনা ও জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের প্রত্যক্ষ প্রমাণ মিলেছে’

ডিআইজি অফিসে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র পরিচয়ে হুমকি, ভিডিও ভাইরাল

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৪:৩০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৪:৩০:৪৩ অপরাহ্ন
ডিআইজি অফিসে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র পরিচয়ে হুমকি, ভিডিও ভাইরাল
ময়মনসিংহে ডিআইজি অফিসে শিক্ষার্থীদের বিশৃঙ্খলা সৃষ্টির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ৬ মিনিট ৫৭ সেকেন্ডের এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন ময়মনসিংহ-৪ আসনের পলাতক সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত। এতে দেখা যায়, একদল শিক্ষার্থী ডিআইজির কক্ষে প্রবেশ করে হুমকি-ধমকি দিচ্ছে।

ভিডিওটি শেয়ার করে শান্ত লিখেন, “আমাদের ময়মনসিংহের ডিআইজি সাহেবের সাথে মেধাবীদের নতুন বছরের শুভেচ্ছা বিনিময়।” তবে ঘটনাটি ২৮ ডিসেম্বর দুপুরের বলে জানা যায়। শিক্ষার্থীদের অভিযোগ, ডিআইজি আশরাফুর রহমান প্রতি সপ্তাহে বাড়ি যান এবং তারাকান্দা থানার ওসি আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করেন।

ভিডিওতে দেখা যায়, ডিআইজির সঙ্গে বাদানুবাদের সময় শিক্ষার্থীরা সাগর হত্যা মামলার আসামিদের মুক্তভাবে চলাফেরার বিষয়ে প্রশ্ন তোলে। এ সময় তারা পুলিশ সদস্যদের সরিয়ে স্লোগান দিতে দিতে কক্ষে প্রবেশ করে।

স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ময়মনসিংহের পুলিশ এখনও অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে সাহস পায়নি।

কোতোয়ালী থানার ওসি সফিকুল ইসলাম খান জানান, “বিষয়টি তদন্তাধীন। প্রাথমিকভাবে ফ্যাসিবাদী গোষ্ঠীর ইন্ধন পাওয়া গেছে।”

জানা যায়, ঘটনার আগের রাতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন সাগর হত্যা মামলার আসামি ও সিটি কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু। তার মুক্তির দাবিতে শিক্ষার্থীরা থানায় গিয়ে ব্যর্থ হয়। পরদিন ক্ষুব্ধ হয়ে তারা ডিআইজি অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত আনোয়ার হোসেন মঞ্জু ও মাহাদী হাসান তারেকের সহযোগীদের এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। ছাত্রলীগ ও ছাত্রদলের নেতারাও এই ঘটনায় সম্পৃক্ত।

ডিআইজি আশরাফুর রহমান একে “অনাকাঙ্ক্ষিত” এবং “আন্দোলনের চেতনাবিরোধী” উল্লেখ করে বলেন, “আওয়ামী দোসরদের ইন্ধনে এই ঘটনা ঘটানো হয়েছে। তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে।”

পুলিশ সুপার আখতার উল আলম বলেন, “ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

কমেন্ট বক্স
সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ