ঢাকার সাভারের আশুলিয়ায় বাংলাদেশ বেতার কেন্দ্রের বাউন্ডারির ভেতর থেকে হৃদয় (১৮) নামে এক যুবকের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ২টার দিকে কবিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় জামালপুর জেলার ইসলামপুর থানার কুলকান্দি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বিল্লাল হোসেন। হৃদয় গাজীপুরের কাশিমপুর থানার মাধবপুর এলাকায় হারুন নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। মরদেহ কাদামাটি দিয়ে ঢেকে রাখা হয়েছিল। পরিবারের দাবি, হৃদয় প্রায় ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন।
কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। তবে মরদেহ আশুলিয়া থানা এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় সেটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।”
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”