ঢাকা , বুধবার, ১৪ মে ২০২৫ , ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশ ইন বন্ধে ভারতকে চিঠি মাসে ১০ কোটির ওপরে বেতন পাবেন ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ অভিযান শাশ্বত জানালেন বাংলাদেশের প্রথম অভিজ্ঞতা জুনে আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ পাঁচ হাজার রোহিঙ্গার জন্য কী উপহার পাঠালো চীন? ঢাকায় জাতীয় সংগীতে বাধা দেয়ায় চবি শিক্ষার্থীদের প্রতিবাদ প্রশংসার কয়েক ঘণ্টা পরই ইরানের ওপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা শুটিংসেটে আহত হয়ে ঢাকা ফিরেছেন তটিনী কমলো বিমানের তেলের দাম বিপিএলে প্লে অফে বাদ পড়া রংপুর খেলবে গ্লোবাল সুপার লিগে সিঙ্গাপুর থেকে ৫৮৪ কোটি টাকায় আনা হবে এক কার্গো এলএনজি রমনা বটমূলে বোমা হামলা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড সৌদি পৌঁছালেন ট্রাম্প, ক্রাউন প্রিন্স সালমানের সাথে বৈঠক শুরু বিমান বাহিনীর সদস্যদের উজ্জীবিত করতে আদমপুর ঘাঁটিতে মোদি জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জুলাই ঐক্যের ব্যাচেলর পয়েন্টের সিজন ৫ আসছে সেনা নিহতের সংখ্যা জানিয়ে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের স্কুলে মিয়ানমার জান্তার বিমান হামলা নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের পরবর্তী শুনানি আগামীকাল

যুবদল নেতা হত্যায় জড়িত নয় শিবির

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৫:৪৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৫:৪৮:১৮ অপরাহ্ন
যুবদল নেতা হত্যায় জড়িত নয় শিবির
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু সন্ত্রাসীদের হামলায় এক যুবদল কর্মী নিহত হওয়ার ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে ছাত্রশিবিরকে জড়ানো এবং ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি হাফেজ রাকিব হাসানের ওপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম এসব কথা বলেন।

তারা বলেন, "আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বরগুনার পাথরঘাটায় যুবদল নেতা হত্যার ঘটনায় একটি মহল উদ্দেশ্যমূলকভাবে ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। মিডিয়া ও স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্যমতে, যুবদল নেতার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী। এ ঘটনার সঙ্গে ছাত্রশিবির বা তার নেতা-কর্মীদের কোনো সম্পর্ক নেই। অথচ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং প্রকৃত অপরাধীদের আড়াল করতে পরিকল্পিতভাবে ছাত্রশিবিরকে এ ঘটনায় জড়ানোর ষড়যন্ত্র করা হচ্ছে।"

তারা আরও বলেন, "আমরা উদ্বিগ্ন যে, এই মিথ্যা অভিযোগের জের ধরে একদল সন্ত্রাসী ছাত্রশিবির পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি হাফেজ রাকিব হাসান ও তার পরিবারের ওপর নির্মম হামলা চালিয়েছে। এটা দিবালোকের মতো স্পষ্ট যে, হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে রাকিব হাসানের ওপর হামলা করা হয়, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত। হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।"

"আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে উভয় ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ছাত্রশিবিরের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে," তারা যোগ করেন।

কমেন্ট বক্স