গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন-ডিক্যাব লাউঞ্জ পরিদর্শনের সময় তিনি একথা জানান।
উপদেষ্টা বলেন, "কূটনীতিকদের মত সাংবাদিকদের কাছে দেশের স্বার্থ সবচে বড় হওয়া জরুরি।" কূটনৈতিক রিপোর্টাররা সেই দায়িত্ব পালন করে চলেছেন বলে তিনি উল্লেখ করেন।
এ সময় পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত পররাষ্ট্র সচিব নজরুল ইসলাম ও মহাপরিচালক রফিকুল আলমসহ ডিক্যাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।