ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরেকটি ফ্যাসিবাদ, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে আসবে না: নাহিদ নিশোর যে অভিনয় ‘অন্য লেভেলের’ বললেন মেহজাবীন আওয়ামী লীগ যেন মিছিল করতে না পারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বিসিবিতে দুর্নীতি ও পাতানো খেলা নিয়ে কড়া বার্তা দিলেন ফারুক ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল নির্বাচন প্রলম্বিত করার পক্ষপাতী নয় এনসিপি: আখতার হোসেন ইলন মাস্কের সঙ্গে ফোনালাপ মোদির জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী পাকিস্তানে কেএফসিতে ভাঙচুর, গ্রেফতার কমপক্ষে ১৭০ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চিঠি ইরানের খামেনির সিঙ্গাপুর থেকেও পালিয়েছেন, কোথায় আশ্রয় নিলেন শেখ তাপস তৃতীয় সপ্তাহেও বাড়লো ‘জংলি’র প্রদর্শনী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ বাংলাদেশের সঙ্গে বৈঠকে সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার বৈধ নয়: ফরহাদ মজহার মমতার অভিযোগ উড়িয়ে ঢাকার পাল্টা মন্তব্য, একাংশ প্রত্যাখান ভারতের মাগুরার সেই শিশুটিকে নিয়ে মাহবুবুল খালিদের লেখা-সুরে গান গাইলেন বাপ্পা মজুমদার পর্নোগ্রাফি মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার ইরানে হামলার ‘ইসরায়েলি পরিকল্পনা’ আটকে দিয়েছেন ট্রাম্প

চুলে শ্যাম্পু করার সঠিক নিয়ম জানেন তো?

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ০৮:৫০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ০৮:৫০:৩৬ পূর্বাহ্ন
চুলে শ্যাম্পু করার সঠিক নিয়ম জানেন তো?
শ্যাম্পু করারও নিয়ম আছে। অনেকেই মনে করেন প্রতিদিন শ্যাম্পু করলে স্ক্যাল্প শুষ্ক হয়ে যায়। চুল পড়ে। ধারণাটি ঠিক নয়।নিয়মিত শ্যাম্পু করলে স্ক্যাল্পে খুশকি বা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার ঝুঁকি কমে। নিয়মিত শ্যাম্পু না করলে চুল পড়ার শঙ্কাও বেড়ে যায়। স্ক্যাল্পের অয়েল গ্র্যান্ড এমনিতে বেশি কার্যকর থাকে। গরম আবহাওয়ায় স্ক্যাল্প ঘেমে ময়লা জমে।
নিয়মিত শ্যাম্পু করলে তা কিছুটা মাইল্ড করে নিতে পারেন। একটি বোতলে আধা কাপ শ্যাম্পু, দুই টেবিল চামচ চিনি এবং সমপরিমাণ গোলাপজল ও গ্লিসারিন নিন। ভালোভাবে মিশিয়ে ১৫ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। এভাবে নিয়মিত শ্যাম্পু ব্যবহারে চুলের ক্ষতি হবে না।

তবে চুলের ধরন বুঝে শ্যাম্পু ব্যবহার করা উচিত।

► সোজা চুল শ্যাম্পু করার কিছুক্ষণ পরই তেলতেলে হয়ে যায়। তাঁরা শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সঙ্গে খানিকটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। চুল লেপটে থাকবে না।

চুলে কিছুটা ঢেউ খেলানো ভাব চলে আসবে।
► কোঁকড়া চুলে শ্যাম্পু করার পর অনেকের চুলে শুষ্ক ও রুক্ষ ভাব দেখা যায়। তাঁরা চুলের আগা থেকে গোড়া পর্যন্ত তিলের তেল দিয়ে হট স্টিম করে নিন। এরপর শ্যাম্পু করুন। কোঁকড়া চুলের রুক্ষ ও শুষ্ক ভাব কমে যাবে।

► ঢেউ খেলানো চুলে শ্যাম্পু করার ক্ষেত্রে তিনটি বিষয় মাথায় রাখুন। চুল যেন বেশি রুক্ষ না হয়। শুষ্ক না হয় এবং বেশি ময়েশ্চারাইজড না হয়। এমন চুলে অবশ্যই সালফেট ও সিলিকন ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পু যেন মাইল্ড হয় সেদিকেও খেয়াল রাখুন।

► রঙিন চুলে শ্যাম্পু সাবধানে করা উচিত। একটু ভুলে চুলে সাধের রং নষ্ট হয়ে যেতে পারে। এমন চুলে সব সময় সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে হবে। শ্যাম্পুতে কোনো অ্যালকোহল থাকা যাবে না। গরম পানি দিয়ে চুল ধোয়া থেকে বিরত থাকতে হবে। চুলে হার্ড শ্যাম্পু দরকার হলে সপ্তাহে সর্বোচ্চ দুদিন ব্যবহার করুন। স্ক্যাল্পের ধরন অনুযায়ী শ্যাম্পু বেছে নিন।

► স্ক্যাল্পে সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া শ্যাম্পু ব্যবহার উচিত নয়। এ ক্ষেত্রে ঘরেই তৈরি করে নিতে পারেন কার্যকরী শ্যাম্পু। ছয় কাপ পানি ও দুই কাপ নিমপাতা ভালোভাবে জ্বাল করে সবুজ নির্যাস বের করে নিন। এর মধ্যে সারা রাত ভিজিয়ে রাখার রিঠার পানি মিশিয়ে নিন। মিশ্রণটি দিয়ে শ্যাম্পুর মতো করে চুল ধুয়ে ফেলুন। দুই সপ্তাহে স্ক্যাল্প থেকে ব্রণ, চুলকানি ও ফুসকুড়ির মতো সমস্যা দূর হবে।

► রুক্ষ ও শুষ্ক স্ক্যাল্পে মৃতকোষ ওঠে। অতিরিক্ত শুষ্কতায় চুলকানি হয়। এ ক্ষেত্রে অবশ্যই ময়েশ্চারাইজিং শ্যাম্পু ব্যবহার করতে হবে। প্যারাবন, ফরমালডিহাইড, সিলিকন, অ্যালকোহল ও সালফেটযুক্ত শ্যাম্পু ব্যবহার থেকে বিরত থাকতে হবে। স্ক্যাল্পে চুলকানি, ফুসকুড়ি থাকলে সপ্তাহে দুদিন মেডিকেটেড ময়েশ্চারাইজিং শ্যাম্পু ব্যবহার করুন।

► তৈলাক্ত স্ক্যাল্পে নিয়মিত শ্যাম্পু করা অত্যাবশ্যক। এই স্ক্যাল্পে ঘাম বেশি হয়। ময়লা, ধুলাবালি বেশি জমে চুল তেলতেলে করে দেয়। বোটানিক্যাল এক্সট্রাক্ট, ক্ল্যারিফায়িং এজেন্টস আছে এমন শ্য্যাম্পু এ ক্ষেত্রে বেশি কার্যকর। বেশি ময়েশ্চারাইজিং শ্যাম্পু ব্যবহারে তৈলাক্ত স্ক্যাল্পের চুল লেপ্টে থাকে। এ ক্ষেত্রে ভলিউমাইজিং শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আরেকটি ফ্যাসিবাদ, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে আসবে না: নাহিদ

আরেকটি ফ্যাসিবাদ, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে আসবে না: নাহিদ