ঢাকা , সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫ , ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া যুদ্ধবিরতি শর্তে ৩৪ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস পাকিস্তানকে টেক্কা দিয়েই বগল বাজাবে তারা আয়নাঘর থাকবে না, ভাতের হোটেলও থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ৫০ বছর পর প্রকাশ্যে মেজর ডালিম, শেখ মুজিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশিয়ার কুরস্কে নতুন করে ইউক্রেনের হামলা গ্রিলিশের সঙ্গে তুলনায় গার্দিওলা ব্রাজিলিয়ান তারকাকে এগিয়েই রাখলেন জিভ দিয়ে থামালেন ৫৭টি ফ্যান, নাম উঠল গিনেস বুকে ফুচকা বেচে ৪০ লাখ টাকা লেনদেন যুবকের, আয়কর বিভাগের নোটিশ পদত্যাগ করতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিএনপি নেতা খালেকের মৃত্যুতে বাসায় ছুটে গেলেন জামায়াত আমির আজ শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব অভিষেকের দিন পতাকা অর্ধনমিত থাকায় অসন্তোষ ট্রাম্পের দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার: বিবিএস এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ এবার মালয়েশিয়ায় জাপানের কাছে ৩৬০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বিষাক্ত বায়ুতে স্বাস্থ্যঝুঁকিতে ঢাকাবাসী পাকিস্তানে শিগগিরই চালু হচ্ছে স্টারলিঙ্ক ইন্টারনেট, জানালেন ইলন মাস্ক ‘কার সাথে কী বলেছি হয়তো আমার মনেও নেই’ ১৭ বছর বয়সে পরপারে বাঁহাতি স্পিনার

শেখ হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে সর্বশেষ যা বলছে ভারত

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ১১:১৯:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ১১:১৯:৩৪ পূর্বাহ্ন
শেখ হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে সর্বশেষ যা বলছে ভারত
 ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং তখন থেকেই তিনি সেখানে অবস্থান করছেন।অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, দুর্নীতি ও অন্যান্য অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করার জন্য দেশে ফিরিয়ে আনতে।

তবে ভারত এখনও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের অবস্থান পূর্বের মতোই রয়েছে। শুক্রবার (০৩ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বার্তার কথা জানিয়েছিলাম। তবে সেই প্রাপ্তিস্বীকারের বাইরে তেমন কিছু বলার নেই।”

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ দাবি করেছে কিন্তু সেই দাবি বিধিসম্মতভাবে করা হয়নি। চুক্তি অনুযায়ী এই দাবি গ্রহণযোগ্য না হওয়ার আরও অনেক কারণ রয়েছে।

এদিকে, গত ২৩ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উল্লেখ করেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে এবং সেই চুক্তির ভিত্তিতে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা তাদের (ভারতকে) জানিয়েছি, আমাদের বিচার ব্যবস্থার জন্য তাকে ফেরত চাই।”

অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানো সম্ভব বলে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার ভারতকে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে, যা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন। তিনি জানান, “আমরা বাংলাদেশ হাইকমিশন থেকে প্রত্যর্পণের অনুরোধ সম্পর্কিত একটি কূটনৈতিক পত্র পেয়েছি, তবে এ মুহূর্তে এই বিষয়ে আমাদের কিছু বলার নেই।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাল কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

কাল কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া