আফগানিস্তানের খোস্ত প্রদেশের আলীশের বিভাগে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালে পাকিস্তান রকেট হামলা চালিয়েছে। এতে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে, যা পরে পাল্টা হামলার রূপ নেয় তালেবান সেনাদের পক্ষ থেকে। আফগান মিডিয়া তোলো নিউজ এই খবর জানিয়েছে।
তালেবান সরকারের পক্ষ থেকে পাকিস্তানের রকেট হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে, তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তারা নিশ্চিত করেছে। হামলার পর খোস্তের বাসিন্দারা যোগাযোগ ব্যবস্থায় সমস্যা অনুভব করেছেন এবং অনেকেই তাদের গ্রামে ফিরে যেতে পারেননি।
পাকিস্তান দাবি করছে, তারা আফগানিস্তানের সীমান্তে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে তালেবান এ দাবি অস্বীকার করে বলছে, সেখানে টিটিপির কোনো কার্যক্রম নেই। আফগানিস্তানে গত বছরের শেষের দিকে পাকিস্তানের হামলায় ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল, যার বেশিরভাগই ছিল বেসামরিক নারী ও শিশু।
সাবেক কূটনীতিক আজিজ মারেজ মন্তব্য করেছেন, এ ধরনের হামলা পাল্টা হামলা কোনো ভালো ফল বয়ে আনে না, তবে এটি দুই দেশের মানুষের মধ্যে ঘৃণা ও অস্থিরতা সৃষ্টি করতে পারে।
সূত্র: তোলো নিউজ