সরকারের কাছে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ড নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সাদপন্থিদেরকে নিষিদ্ধ করার দাবি জানানো হয় এবং আগামী ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ও ২৫ জানুয়ারি দেশের সব পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা দেয়া হয়েছে।সাদপন্থিদের নিষিদ্ধ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা হেফাজতে ইসলামেরশনিবার (৪ জানুয়ারি) কাকরাইল মারকাজ মসজিদে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হেফাজত ইসলামের সহ সভাপতি মুফতি নাজমুল হাসান কাসেমী।
তিনি আরও বলেন, ১৭ ডিসেম্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত স্বাপেক্ষে অনতিবিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি।