ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে: এ্যানি পাঁচ মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার ৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখলো সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু

সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো ও ৭০ অনুচ্ছেদ বাতিলে একমত সবপক্ষ

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৩:৩৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৩:৩৩:১৯ অপরাহ্ন
সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো ও ৭০ অনুচ্ছেদ বাতিলে একমত সবপক্ষ
৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গটি নতুন করে আলোচনায় আসে। সেই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটি কমিশন গঠন করে। এই কমিশনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কার কমিশনের নেতৃত্ব দিচ্ছেন ড. আলী রিয়াজ।গত তিন মাসে বিভিন্ন রাজনৈতিক দলসহ পেশাজীবীদের সাথে আলোচনা করেছে সংবিধান সংস্কার কমিশন। তাদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত প্রতিবেদন তৈরি হচ্ছে। আগামী ৭ জানুয়ারি সরকার প্রধানের কাছে প্রতিবেদন হস্তান্তরের কথা রয়েছে।

জানা গেছে, চূড়ান্ত প্রতিবেদনে নির্ধারিত সময়ে নির্বাচনের পর কার্যকর সংসদ বহাল রাখা, বিচার ব্যবস্থার ওপর আস্থা ফেরানো, ক্ষমতাসীন দল ও প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতের উপায় নিয়ে সুপারিশ করবে আলী রিয়াজের কমিশন।এ বিষয়ে আলী রিয়াজ বলেন, ক্ষমতা যেন এক ব্যক্তির হাতে না যায়, সেটি আমাদের প্রধান অগ্রাধিকার। পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতের ওপরও জোর দেয়া হচ্ছে। তাছাড়া, সংসদ যাতে কাজ করতে পারে সেজন্য কমিটিগুলোকে শক্তিশালী করতে হবে।

এদিকে, সংসদে ‘ফ্লোর ক্রসিং’ বা দলের সিদ্ধান্তের বাইরে না যাবার বিধান সংবলিত ৭০ অনুচ্ছেদ বাতিল এবং সরকার প্রধানের অসীম ক্ষমতা কমানোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত রয়েছে বলেও জানান তিনি।এর আগে, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তিন জোটের রূপরেখায় নানা সংস্কারের কথা বলা হয়েছিল। তবে গত দুই যুগে ক্ষমতায় থেকেও দলগুলো তা বাস্তবায়ন করেনি। এমন পরিস্থিতিতে এবারেও ঐক্যমত হওয়া বিষয়গুলোর বাস্তবায়ন নিয়ে অনেকেই সন্দিহান।

এ বিষয়ে আলী রিয়াজ বলেন, গণঅভ্যুত্থানের আগেও রাজনৈতিক দলগুলোর একটি বড় অংশ সংস্কারের কথা বলেছিল। কমিশনের সুপারিশ আদতে রাজনীতিবিদরাই বাস্তবায়ন করবে। দেশ তারাই চালাবে। এর কোনো বিকল্প নেই। তাছাড়া, রাজনীতিবিদদের বিকল্প খোঁজাও দেশের জন্য বিপজ্জনক। এ সময় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর রাখতে পারলে রাজনৈতিক সংকট কমবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান

খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান