বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ৪ জানুয়ারি সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দলের ঢাকা অঞ্চলের কাউন্সিল অধিবেশনে এক বক্তব্যে ছাত্র প্রতিনিধিদের সরকারের অধীনে রাজনৈতিক দল গঠন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "সরকারের ছত্রছায়ায় রাজনৈতিক দল গঠন হলে তা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিবন্ধক হতে পারে, এবং নির্বাচনী প্রক্রিয়ায় প্রশ্ন উঠবে।"
সাইফুল হক আরও বলেন, "সংস্কার ও নির্বাচনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো একটি ভুল পদক্ষেপ।" তিনি ফেব্রুয়ারির মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, "অবিলম্বে সংস্কারের কাজ শেষ করা উচিত যাতে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা যায়।" তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, "যদি সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, তাহলে রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হবে, যা পরিস্থিতি আরও জটিল করবে। কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা বিপরীত ফলাফল নিয়ে আসবে।"
এছাড়া সাইফুল হক একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, "দেশের জন্য কারা কী অবদান রেখেছে, তা জানাটা প্রয়োজন, কারণ যারা নিজেদের দেশপ্রেমিক দাবি করে, তাদের দায়িত্ব বুঝতে হবে।" তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, "জুলাই অভুত্থানের ঐক্য বজায় রাখতে হবে এবং ফ্যাসিবাদ বিরোধী একত্রিত অবস্থান নিতে হবে।" তিনি সতর্ক করে বলেন, "ফ্যাসিবাদ ফিরিয়ে আনার জন্য কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না।"