কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সময়মতো লেনদেন শুরু করতে পারেনি। ডিএসই কর্তৃপক্ষ এ সমস্যার জন্য সার্ভার জটিলতাকে দায়ী করেছে।
স্বাভাবিক নিয়মে সাপ্তাহিক ছুটির বাইরে প্রতিদিন সকাল ১০টায় লেনদেন শুরু হওয়ার কথা। তবে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে সার্ভার সমস্যার কারণে লেনদেন শুরু করতে বিলম্ব হচ্ছে। এতে ব্রোকারেজ হাউস ও বিনিয়োগকারীরা ভোগান্তিতে পড়েছেন।
ডিএসই কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দিনের লেনদেন কখন শুরু হবে, তা পরে জানানো হবে। তবে আজ বেলা ১১টা পর্যন্ত লেনদেন বন্ধ ছিল।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন স্বাভাবিক রয়েছে।