কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শনিবার সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের জেলেপাড়ার বেড়িবাঁধ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি আবদুর শুক্কুর (২১), মিয়ানমারের মংডু টাউনশিপের বাসিন্দা এবং নাফ নদীর মৃত সালেহ আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
বিজিবি সূত্র জানায়, হ্নীলা সীমান্তচৌকির কাছে নাফ নদীর তীরে টহলরত বিজিবি সদস্যরা সন্ধ্যায় দুজনকে বস্তা কাঁধে নিয়ে সীমান্ত অতিক্রম করতে দেখেন। সংকেত দেওয়া হলে তাঁরা বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় একজনকে আটক করা সম্ভব হয়। ফেলে যাওয়া দুটি বস্তা থেকে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, "আটক আবদুর শুক্কুর জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার চালান পাচার করছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।"
এ ঘটনায় মাদক পাচারের বিরুদ্ধে বিজিবির নজরদারি ও অভিযানের কার্যক্রম আরও জোরদার করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Mytv Online