অভিনেত্রী নাজিফা তুষি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাওয়া’র মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিলেন। এ সিনেমায় অভিনয়ের পর থেকে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের ‘জাতীয় ক্রাশ’। তবে এর পর থেকে বড় পর্দায় নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাঁকে।
এ প্রসঙ্গে তুষি বলেন, ‘‘‘হাওয়া’র পর থেকেই বেশ কিছু কাজ করেছি। তবে সেগুলোর মুক্তি এখনো বাকি। কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করেছি। আশা করছি, এ বছর দর্শক আমাকে নতুন কাজে দেখতে পাবেন।’’
গত বছর শোনা গিয়েছিল, তুষি নির্মাতা মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’-এ অভিনয় করছেন। জানা গেছে, সিনেমাটির শুটিং শেষ হয়েছে। তবে এটি কবে মুক্তি পাবে, তা নিশ্চিত করেননি তুষি।
তিনি বলেন, ‘‘‘রইদ’ সিনেমার শুটিং গত বছর সিলেটে করেছি। এটি একটি বিশেষ কাজ। সিনেমাটির মুক্তির বিষয়টি পরিচালকের ওপর নির্ভর করছে। তাই এখনই বিস্তারিত বলতে পারছি না।’’
এছাড়া আরও কিছু সিনেমা ও ওয়েব ফিল্মের কাজ করেছেন তুষি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘হাওয়ার পর থেকে নতুন নতুন গল্পে কাজ করেছি। সবগুলোই ভালো গল্পের ওপর ভিত্তি করে। তবে কখন মুক্তি পাবে, তা জানি না।’’
উল্লেখ্য, সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘রইদ’-এর প্রযোজনা করছে বেঙ্গল ক্রিয়েশন্স। এতে তুষির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নুর ইমরান।