চীনের উত্তরাঞ্চলের হিবে প্রদেশে একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জনের মৃত্যু এবং আরও ১৫ জন গুরুতর আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এ খবর জানিয়েছে।গত শনিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ হিবে প্রদেশে ঝাংজিয়াকু শহরের ওই বাজারে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিতি হয় দমকল বাহিনী। শুরু হয় আগুন নেভানোর কাজ।
ছয় ঘণ্টা পর দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। এর মধ্যে আগুনে পুড়ে প্রাণ হারান ৮ জন। এই প্রসঙ্গে ঝাংজিয়াকু শহরের ছিয়াওশি জেলা প্রশাসন জানায়, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের জীবন বর্তমানে ঝুঁকিমুক্ত।আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ। স্থানীয় এক সংবাদমাধ্যমের তথ্য মতে, এই বাজারটি ২০১১ সালে প্রথম চালু হয়।
ফল ও সামুদ্রিক খাবার থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্য সবকিছুই কম দামে পাওয়া যায় ঐতিহ্যবাহী এই বাজারে। এজন্য সাধারণত সুপারমার্কেট চেইনের তুলনায় ক্রেতাদের ভিড় থাকে।বাজারের সম্ভাব্য আগুনের ঝুঁকির মধ্যে রয়েছে গ্যাস সিলিন্ডার, মাংস ভাজাতে ব্যবহৃত কাঠকয়লা এবং ফেলে দেয়া সিগারেট। এছাড়া ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনসহ পুরনো অবকাঠামোকে আগুন ও বিস্ফোরণের কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।