দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া এলাকার সাঁকোয়া ব্রিজের নিচের একটি ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি।
রোববার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মরদেহটি তিন থেকে চার দিন আগের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ক্রাইম সিন টিমের মাধ্যমে সব তথ্য সংগ্রহ করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।