ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তামিমকে নিয়ে সিলেটে বৈঠকে বসেছে বিসিবি ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ পতনের পথে মিয়নামারের জান্তা সরকার! সংবিধান কারো বাপের না : হাসনাত আব্দুল্লাহ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি খালেদা জিয়া লন্ডনে পৌঁছাবেন বিকেলে বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে শহীদ মিনারে ‘গণজমায়েত’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বিচারের মুখোমুখি করবে হামাস কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের মানচিত্র প্রকাশ ট্রাম্পের ডিসেম্বর মাসের সেরার মনোনয়নে কামিন্স-বুমরাহ’র সঙ্গে প্রোটিয়া তারকা ফেসবুকে থাকছে না আর ফ্যাক্ট চেকা হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি জনগণ ভালোভাবে নেয়নি: রিজভী ইনজুরি শঙ্কা তবুও একটানা খেলতে চান নাহিদ রানা সৌদি আরবে গোল করেই চলেছেন বেনজেমা বিমানের ল্যান্ডিং গিয়ারে মিললো ২ ব্যক্তির মরদেহ মোটরবাইক, ফ্রিজ, এসি শিল্পে কর বাড়াল সরকার, বাড়তে পারে দাম এমপি কোটায় আনা বিলাসবহুল গাড়িগুলো নিয়ে এনবিআরের নতুন সিদ্ধান্ত মেসি-সুয়ারেজের সঙ্গে আবার জুটির ইঙ্গিত নেইমারের আতঙ্কের আরেক নাম উত্তর কোরিয়ার নতুন হাইপারসনিক মিসাইল পঞ্চগড়ে ২৫ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

কৃষকের ৯ টাকার বেগুন হাত বদলে বিক্রি হচ্ছে ২৫ টাকায়

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৫:৩৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৫:৩৬:০৫ অপরাহ্ন
কৃষকের ৯ টাকার বেগুন হাত বদলে বিক্রি হচ্ছে ২৫ টাকায়
জামালপুরের মেলান্দহ উপজেলার উত্তর বালুরচর গ্রামের কৃষক আমির হামজা সাড়ে পাঁচ বিঘা জমিতে বেগুন চাষ করেছেন। শনিবার বিকেলে পাইকারি বাজার শিমুলতলীতে প্রতি কেজি বেগুন ৯ টাকা দরে বিক্রি করেন তিনি। তবে জামালপুর শহরের খুচরা বাজারে একই বেগুন ক্রেতারা আজ রোববার সকালে কিনছেন ২০ থেকে ২৫ টাকায়।

মেলান্দহের শিমুলতলীতে প্রতি বছরই বেগুনের পাইকারি বাজার বসে। স্থানীয় কৃষকেরা বেগুন নিয়ে আসেন এই বাজারে। সেখান থেকে পাইকাররা বেগুন কিনে ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করেন। তবে পাইকারি বাজারে কৃষকেরা যে দামে বেগুন বিক্রি করেন, খুচরা বাজারে সেই দাম কয়েক গুণ বেড়ে যায়। কৃষকেরা এর থেকে তেমন লাভ করতে পারেন না।

কৃষক আমির হামজা জানান, তিনি বাজারে গিয়ে তাঁর বেগুন ৯ টাকা কেজি দরে বিক্রি করেছেন। অথচ একই বেগুন শহরের খুচরা বাজারে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। তিনি বলেন, "আমরা এত পরিশ্রম করে চাষ করি, কিন্তু লাভ পাই না। মাঝখানে পাইকার আর আড়তদাররাই বেশি মুনাফা করে।"

মেলান্দহ উপজেলার কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সাল বলেন, "মধ্যস্বত্বভোগীদের হাত থেকে কৃষকদের বাঁচাতে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। তাদের সরাসরি বাজারে সবজি বিক্রি করতে উৎসাহিত করার জন্য সমিতি গঠন ও ভ্যানগাড়ি দেওয়া হয়েছিল। তবে কৃষকেরা তেমনভাবে এগুলো ব্যবহার করেননি।"

শিমুলতলীর পাইকারি ব্যবসায়ী মোহাম্মদ নয়ন মিয়া জানান, কৃষকের কাছ থেকে ৯ টাকায় বেগুন কিনে ঢাকায় নিয়ে বিক্রি করতে নানা খরচ হয়। ট্রাক ভাড়া, মজুরি, বস্তার খরচ সব মিলিয়ে ঢাকায় গিয়ে এই বেগুন ১৮ থেকে ১৯ টাকায় বিক্রি করতে হয়। তবে ঢাকায় আড়তদারেরা এবং খুচরা বিক্রেতারাও তাদের লাভ রাখেন। ফলে শহরের খুচরা বাজারে দাম আরও বেড়ে যায়।

মেলান্দহের কান্দারচর গ্রামের কৃষক সুজন মিয়া জানান, "আমাদের একসঙ্গে অনেক বেগুন বিক্রি করতে হয়। শহরের খুচরা বাজারে গিয়ে বিক্রি করা সম্ভব হয় না। এ জন্য পাইকারি বাজারেই বিক্রি করি। তবে এতে লাভ কম হয়।"

এ বছর মেলান্দহ উপজেলায় ১ হাজার ৫১০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। এর মধ্যে এক হাজার হেক্টরে বেগুনের চাষ হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। বেগুনের বর্তমান পাইকারি দাম ৯ থেকে ১২ টাকা কেজি। তবে শহরের খুচরা বাজারে এই দাম দ্বিগুণ বা তারও বেশি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তামিমকে নিয়ে সিলেটে বৈঠকে বসেছে বিসিবি

তামিমকে নিয়ে সিলেটে বৈঠকে বসেছে বিসিবি