ঢাকা , শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ , ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুর্জ খলিফায় বজ্রপাত, ভিডিও ভাইরাল হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হাদির মাগফেরাত কামনায় শুক্রবার সারাদেশে বিশেষ দোয়া-প্রার্থনার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন ভেনেজুয়েলার ওপর নৌ অবরোধের হুমকির নিন্দা ইরানের গুম ও নির্যাতনের মামলা শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে’ বলে গাড়ি ম্যানেজ করেন ফয়সাল মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে দুই ‘সন্দেহভাজন’ আটক উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও কানাডা যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা শেষ স্ট্যাটাসে হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী দ্রুত বিচার আইনের দুই মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি হাদিকে গুলির আগের রাতে ফয়সাল তার বান্ধবীকে দেশ কাঁপানোর বার্তা দেন মানিক মিয়া এভিনিউয়ে বিএনসিসির বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঢাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির চেকপোস্ট ব্যবস্থা জোরদার ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর শীতে মাইগ্রেনের সমস্যা বেড়েছে? যা করতে পারেন চায়ের সঙ্গে যে খাবারগুলো খাওয়া ক্ষতিকর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব

কৃষকের ৯ টাকার বেগুন হাত বদলে বিক্রি হচ্ছে ২৫ টাকায়

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৫:৩৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৫:৩৬:০৫ অপরাহ্ন
কৃষকের ৯ টাকার বেগুন হাত বদলে বিক্রি হচ্ছে ২৫ টাকায়
জামালপুরের মেলান্দহ উপজেলার উত্তর বালুরচর গ্রামের কৃষক আমির হামজা সাড়ে পাঁচ বিঘা জমিতে বেগুন চাষ করেছেন। শনিবার বিকেলে পাইকারি বাজার শিমুলতলীতে প্রতি কেজি বেগুন ৯ টাকা দরে বিক্রি করেন তিনি। তবে জামালপুর শহরের খুচরা বাজারে একই বেগুন ক্রেতারা আজ রোববার সকালে কিনছেন ২০ থেকে ২৫ টাকায়।

মেলান্দহের শিমুলতলীতে প্রতি বছরই বেগুনের পাইকারি বাজার বসে। স্থানীয় কৃষকেরা বেগুন নিয়ে আসেন এই বাজারে। সেখান থেকে পাইকাররা বেগুন কিনে ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করেন। তবে পাইকারি বাজারে কৃষকেরা যে দামে বেগুন বিক্রি করেন, খুচরা বাজারে সেই দাম কয়েক গুণ বেড়ে যায়। কৃষকেরা এর থেকে তেমন লাভ করতে পারেন না।

কৃষক আমির হামজা জানান, তিনি বাজারে গিয়ে তাঁর বেগুন ৯ টাকা কেজি দরে বিক্রি করেছেন। অথচ একই বেগুন শহরের খুচরা বাজারে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। তিনি বলেন, "আমরা এত পরিশ্রম করে চাষ করি, কিন্তু লাভ পাই না। মাঝখানে পাইকার আর আড়তদাররাই বেশি মুনাফা করে।"

মেলান্দহ উপজেলার কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সাল বলেন, "মধ্যস্বত্বভোগীদের হাত থেকে কৃষকদের বাঁচাতে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। তাদের সরাসরি বাজারে সবজি বিক্রি করতে উৎসাহিত করার জন্য সমিতি গঠন ও ভ্যানগাড়ি দেওয়া হয়েছিল। তবে কৃষকেরা তেমনভাবে এগুলো ব্যবহার করেননি।"

শিমুলতলীর পাইকারি ব্যবসায়ী মোহাম্মদ নয়ন মিয়া জানান, কৃষকের কাছ থেকে ৯ টাকায় বেগুন কিনে ঢাকায় নিয়ে বিক্রি করতে নানা খরচ হয়। ট্রাক ভাড়া, মজুরি, বস্তার খরচ সব মিলিয়ে ঢাকায় গিয়ে এই বেগুন ১৮ থেকে ১৯ টাকায় বিক্রি করতে হয়। তবে ঢাকায় আড়তদারেরা এবং খুচরা বিক্রেতারাও তাদের লাভ রাখেন। ফলে শহরের খুচরা বাজারে দাম আরও বেড়ে যায়।

মেলান্দহের কান্দারচর গ্রামের কৃষক সুজন মিয়া জানান, "আমাদের একসঙ্গে অনেক বেগুন বিক্রি করতে হয়। শহরের খুচরা বাজারে গিয়ে বিক্রি করা সম্ভব হয় না। এ জন্য পাইকারি বাজারেই বিক্রি করি। তবে এতে লাভ কম হয়।"

এ বছর মেলান্দহ উপজেলায় ১ হাজার ৫১০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। এর মধ্যে এক হাজার হেক্টরে বেগুনের চাষ হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। বেগুনের বর্তমান পাইকারি দাম ৯ থেকে ১২ টাকা কেজি। তবে শহরের খুচরা বাজারে এই দাম দ্বিগুণ বা তারও বেশি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুর্জ খলিফায় বজ্রপাত, ভিডিও ভাইরাল

বুর্জ খলিফায় বজ্রপাত, ভিডিও ভাইরাল