ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লি থেকে ভিসা সেন্টার স্থানান্তরে সাড়া নেই যে কারণে বিশ্ববাজারে কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম অর্ধযুগ পর দেখা হবে মা-ছেলের পঞ্চগড়ে আবারও তাপমাত্রা নামলো ৯ ডিগ্রির ঘরে তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ পল্টনে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশে এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ২৪-এর বিপ্লবীদের উদ্দেশে যে বার্তা মেজর ডালিমের অদ্ভুত উপকারি ফল ‘ডালিম’ পাঠ্যবই থেকে বাদ ‘রাজনৈতিক অতিকথন ও বন্দনা’ ক্যাপিটল দাঙ্গার কথা ভুলে যাওয়া উচিত হবে না: বাইডেন গাছে উঠে আত্মহত্যার চেষ্টা, বুঝিয়ে নামানোর চেষ্টায় সুয়ারেজ ছত্তিশগড়ে পুলিশের গাড়িতে মাওবাদীদের বোমা হামলা, নিহত ৯ ৩১ ডিসেম্বরের মধ্যে ই-পাসপোর্ট পুরোপুরি চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন চালু করল সৌদি সুখবর দিলেন মিথিলা ৩২১ এসআইকে পুনর্বহালের আশ্বাস আগামী সপ্তাহে জানা যাবে জাতীয় দলে সাকিবের ভবিষ্যৎ ট্যাক্স আদায়ে শুরু হলো ডিএসসিসি-ঢাকা ব্যাংকের কার্যক্রম চুয়াডাঙ্গায় কৃষক হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ

বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৫:৪৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৫:৪৪:৩৮ অপরাহ্ন
বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন
অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ঢাকা-১১ (বর্তমান ১৪) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য এস এ খালেক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মারা গেছেন। রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এস এ খালেক দীর্ঘদিন ধরে জটিল নানা রোগে আক্রান্ত ছিলেন। সর্বশেষ গত বুধবার তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয় এবং শনিবার রাতে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়। দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুস সালাম তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় অফিসের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে হবে দ্বিতীয় জানাজা। পরে গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এস এ খালেক অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ সালে বিএনপিতে যোগ দেন এবং পরবর্তীতে ঢাকা-১৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮৬, ১৯৮৮, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে তিনি ঢাকা-১৪ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে পরাজিত হন। ২০১৮ সালে তার ছেলে আবু বকর সিদ্দিক সাজু বাবার আসনে নির্বাচনে অংশ নেন, কিন্তু পরাজিত হন।

কমেন্ট বক্স