জুলাই ঘোষণাপত্রের প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ করা হয়নি, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে এবং এরপর খসড়া প্রস্তুত করা হবে। তবে তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন প্রেস সচিব। তিনি আরও জানান, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে পিবিআই অনেক কাজ করছে এবং নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথা বলেছে। তিনি আশাবাদী যে, পিবিআই এই ঘটনায় ভালো কিছু করতে পারবে।
ভারতীয় ভিসা বন্ধ থাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যাওয়ার জন্য বিকল্প ব্যবস্থা নেয়া হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বুলগেরিয়া, রোমানিয়া, কাজাখস্তানসহ কিছু দেশ নোয়াদিল্লি বাদে বিকল্পভাবে ভিসা প্রদান করছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের কাছে অনুরোধ করেছিলেন।
এছাড়া, শেখ হাসিনাকে ফেরত আনার চিঠির বিষয়ে তিনি জানান, ভারত এখনও এর কোনো উত্তর দেয়নি।
Mytv Online