শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কোনো জবাব পাওয়া যায়নি, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (৫ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
প্রেস সচিব বলেন, ভারত এখনও শেখ হাসিনাকে ফেরত আনার চিঠির বিষয়ে কোনো উত্তর দেয়নি। এর আগে, ৩ জানুয়ারি সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, ‘এক সপ্তাহ আগে বাংলাদেশ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বার্তা পেয়েছিলাম। তবে এর বাইরে নতুন কিছু বলার নেই।’
গত ২৩ ডিসেম্বর দিল্লিতে এক ব্রিফিংয়ে জয়সওয়াল জানিয়েছিলেন, ‘বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের কূটনৈতিক নোট পেয়েছি। তবে এ বিষয়ে কোনো মন্তব্য নেই।’
এদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারির পর, তার দেশে ফেরানোর জন্য নানা আইনি পদক্ষেপ নেয়া হয়। ১৩ নভেম্বর ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার গ্রেফতারে রেড নোটিশ জারির বিষয়ে পুলিশের কাছে আবেদন করা হয়।
ভারতীয় ভিসা বন্ধ থাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যাওয়ার জন্য বিকল্প ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রেস সচিব। তিনি বলেন, বুলগেরিয়া, রোমানিয়া, কাজাখস্তানসহ কিছু দেশ ভারত ছাড়া অন্যান্য জায়গা থেকে ভিসা গ্রহণের অনুমতি দিয়েছে।