ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির পাকিস্তানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর ‘মৎস্যকে শিল্প বানালে এর মূল চরিত্র নষ্ট হয়ে যাবে’ তুরস্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত দুদক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা, যোগাযোগের পরামর্শ মহাপরিচালকের নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর মিলল শিক্ষার্থীর মরদেহ বিরোধীতা সত্ত্বেও ইমরান খানের নামে স্টেডিয়াম নামকরণের সিদ্ধান্ত ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব : তারেক রহমান যখন কাউকে প্রয়োজন হবে, তখনই আপনি একা : পরীমণি আজহারুলকে মুক্তি না দিলে ৩ কোটি জামায়াত নেতা-কর্মী জেলে যেতে প্রস্তুত: শফিকুর রহমান ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ খিলগাঁও গ্যারেজপট্টির আগুনে পুড়ে ছাই ২৪ গাড়ি চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, দাবি পুলিশের মিরপুরে একাধিক দোকান ও বাসায় দুর্ধর্ষ ডাকাতি জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের, জানালেন মির্জা ফখরুল বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রবাসী জেলেনস্কিকে গুরুত্বপূর্ণ মনে করেন না ট্রাম্প মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি

গ্রিলিশের সঙ্গে তুলনায় গার্দিওলা ব্রাজিলিয়ান তারকাকে এগিয়েই রাখলেন

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ১১:২০:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ১১:২০:৫৮ পূর্বাহ্ন
গ্রিলিশের সঙ্গে তুলনায় গার্দিওলা ব্রাজিলিয়ান তারকাকে এগিয়েই রাখলেন
জ্যাক গ্রিলিশ, যিনি ইংল্যান্ডের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে পরিচিত, বর্তমানে ম্যানচেস্টার সিটিতে ফর্মহীনতার কারণে কোচ পেপ গার্দিওলার আস্থার বাইরে চলে গেছেন। ২০২১ সালে অ্যাস্টন ভিলা থেকে ১১৭ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়ে সিটিতে যোগ দেওয়া গ্রিলিশ প্রথম থেকেই ক্লাবের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচিত ছিলেন। এমনকি তাকে ১০ নম্বর জার্সিও দেওয়া হয়, যা সাধারণত দলের সেরা খেলোয়াড়দের জন্য নির্ধারিত থাকে।

তবে, গত মৌসুম থেকেই তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। গত মৌসুমে ৩ গোল এবং ৩ অ্যাসিস্টের তুলনায় এই মৌসুমে তার ফর্ম আরও ম্রিয়মাণ—১৯ ম্যাচে মাত্র ২ অ্যাসিস্ট করতে পেরেছেন। এই পরিস্থিতিতে গার্দিওলা তার জায়গায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সেভিনহোকে অগ্রাধিকার দিচ্ছেন।

সেভিনহো, যিনি ২০২২ সালে ফরাসি ক্লাব ট্রয়েস থেকে ৩৭ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়ে সিটিতে যোগ দেন, বর্তমানে অসাধারণ ফর্মে আছেন। সর্বশেষ দুই ম্যাচে তার গোল ও অ্যাসিস্টের সংখ্যা ৪। চলতি মৌসুমে তিনি ২৫ ম্যাচে ৮ অ্যাসিস্ট এবং ১ গোল করেছেন।

গ্রিলিশের পরিবর্তে সেভিনহোকে মাঠে নামানোর বিষয়ে গার্দিওলা বলেন, "সেভিনহো সব দিক থেকেই গ্রিলিশের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। সে যোগ্য এবং সে অবদান রাখছে। আমি সেই জ্যাককে চাই, যে আমাদের সঙ্গে ট্রেবল জিতেছিল।"

গার্দিওলার এই মন্তব্যে স্পষ্ট যে, তিনি গ্রিলিশের কাছে তার পুরনো ফর্ম ফেরানোর প্রত্যাশা করছেন। তবে সেভিনহোর বর্তমান পারফরম্যান্স এবং ধারাবাহিকতা গ্রিলিশের জায়গায় তার অবস্থান শক্তিশালী করছে। এটি গ্রিলিশের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ এবং তার ফর্ম ফিরে পেতে হলে তাকে নিজের পারফরম্যান্স দিয়ে প্রমাণ করতে হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির

প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির