কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীকাল মঙ্গলবার রাত ১০টায় ঢাকা ছাড়বেন তিনি।
আজ সোমবার গুলশান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
ডা. জাহিদ হোসেন আরও জানান, খালেদা জিয়াকে লন্ডনের সবচেয়ে পুরনো ও ওয়েলইক্যুইপড হাসপাতালে পাঠানো হচ্ছে।