অবশেষে ভারতেও ঢুকে পড়েছে এইচএমপিভি। চীনে ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাসের সংক্রমণ এখন ভারতীয় উপমহাদেশেও দেখা দিয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একই দিনে দুই শিশুর শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর উপস্থিতি পাওয়া গেছে। তবে, এটি চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের রূপ কিনা, তা এখনও নিশ্চিত করা যায়নি। এছাড়া, ওই দুই শিশুর কেউই বিদেশে ভ্রমণ করেননি, যা ভাইরাসের বিস্তার নিয়ে সন্দেহ আরও বাড়িয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বেঙ্গালুরুর প্রথম শিশুটির বয়স আট মাস এবং দ্বিতীয় শিশুটির বয়স তিন মাস। তবে কেন্দ্রীয় সরকার দাবি করেছে, চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে ভারতের বেঙ্গালুরুর এইচএমপিভি ভাইরাসের কোনো সম্পর্ক নেই।
এদিকে, তিন মাস বয়সী শিশুটিকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু আট মাস বয়সী শিশুকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। সম্প্রতি চীনে এই ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারতসহ বিভিন্ন দেশে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি লক্ষ্য রেখে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নজরদারিতে রেখেছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে, পর পর দু'টি সংক্রমণের খবর প্রকাশ্যে আসার পর কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও একটি জরুরি বৈঠক ডাকেন। তবে রাজ্যবাসীকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যসচিব হর্ষ গুপ্তা।
তিনি আরও জানান, এই ভাইরাসটি ভারতের জন্য নতুন নয়। তবে চীনে ভাইরাসটির যেকোনো রূপান্তর ঘটেছে কিনা, তা এখনও নিশ্চিত নয়। সেজন্য চিন্তা করার কারণ নেই, তবে ভাইরাসটি কোনো নতুন প্রকারের হতে পারে কিনা, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।