সৌদি আরবে একটি পুরুষদের সেলুনে নারীদের পরিষেবা দেওয়ার অভিযোগ উঠেছে। রাজধানী রিয়াদে এই ঘটনা ঘটেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোড়ন তুলেছে।
গতকাল রোববার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সেলুনের চেয়ারে একজন ছোটো চুলের নারী বসে আছেন। নরসুন্দর তার গায়ে প্লাস্টিকের আবরণ দিয়ে পরিষেবা প্রদান করছেন। ভিডিও দেখে ধারণা করা হচ্ছে, তিনি সেলুনের পরিষেবা গ্রহণ শেষ করেছেন।
এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই রিয়াদের নগর কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা যায়, সেলুনের মালিক লাইসেন্স আবেদনপত্রে উল্লেখ করেছিলেন যে এটি কেবল পুরুষদের জন্য পরিষেবা প্রদান করবে। তবে বাস্তবে সেই শর্ত লঙ্ঘন করা হয়েছে।
এ বিষয়ে নগর কর্তৃপক্ষ সেলুনের মালিককে তলব করেছে। লাইসেন্সের অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার এক বিবৃতিতে রিয়াদের নগর কর্তৃপক্ষ জানায়, "কোনো পরিষেবাকেন্দ্র যেন তাদের লাইসেন্সের অপব্যবহার না করে এবং গ্রাহকদের সর্বোচ্চ মানের পরিষেবা প্রদান নিশ্চিত করতে পারে— এ বিষয়টি কঠোরভাবে তদারকি করা হবে।"
সূত্র: গালফ নিউজ