ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ জুনে অনিশ্চিত সাফ পলাতক আ.লীগ নেতাদের প্রত্যাবাসন চাইব : প্রেস সচিব আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক গাত্তি আর নেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দুদকের অভিযান মানবতাবিরোধী অপরাধ মামলা: জামায়াত নেতা আজহারের আপিল শুনানি কাল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান প্রধান উপদেষ্টার গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, মানবিক সহায়তার দাবি অ্যাঞ্জেলিনা জোলির বাংলাদেশের ভূখণ্ড দিয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেলপথ প্রকল্প স্থগিত করল ভারত ৮৮ বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস বনানী ১১-তে ব্যাটারিচালিত রিকশাচালক ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ৩ মে মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি : নেপালের রাষ্ট্রদূত সিলেট টেস্ট: বাংলাদেশকে চাপে রেখেই দিনটা নিজেদের করে নিলেন জিম্বাবুয়ে পারভেজের মতো ছাত্রনেতার খুনীরা দেশ পরিবর্তনের আন্দোলনে ছিলো না: ফখরুল এনসিটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি চট্টগ্রাম মহানগর জামায়াতের আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ সংখ্যক বন্দি বিনিময় রাশিয়া-ইউক্রেনের ‘শেখ হাসিনা ও জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের প্রত্যক্ষ প্রমাণ মিলেছে’

সাগরে ভাসতে ভাসতে ইন্দোনেশিয়ায় পৌঁছাল ২৬৪ রোহিঙ্গা

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৪:৩১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৪:৩১:৩৮ অপরাহ্ন
সাগরে ভাসতে ভাসতে ইন্দোনেশিয়ায় পৌঁছাল ২৬৪ রোহিঙ্গা
কয়েক দিন সাগরে ভেসে থাকার পর ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশে পৌঁছেছেন ২৬৪ জন রোহিঙ্গা শরণার্থী। রবিবার রাতে পশ্চিম পিউরুলাক শহরের একটি সৈকতে দু’টি নৌকায় করে তারা পৌঁছান। শরণার্থীদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

আচেহ প্রদেশের স্থানীয় কর্মকর্তা ইস্কান্দার জানিয়েছেন, শরণার্থীদের দলে ১১৭ জন পুরুষ, ১৪৭ জন নারী এবং ৩০ জন শিশু রয়েছে। তাদের মধ্যে একটি নৌকা উপকূলের কাছাকাছি ডুবে গেলে শরণার্থীরা হাঁটতে হাঁটতে তীরে ওঠেন। তিনি আরও জানান, মালয়েশিয়া কর্তৃপক্ষ তাদের জলসীমা থেকে এই রোহিঙ্গাদের তাড়িয়ে দিয়েছে।

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে দীর্ঘদিন ধরে রাষ্ট্রহীন হিসেবে দেখা হয়। নাগরিকত্বের স্বীকৃতি না পাওয়ায় তারা ব্যাপক নির্যাতনের শিকার হন। নির্যাতন এড়াতে তারা প্রতিবছর বিশেষত অক্টোবর থেকে এপ্রিলের শান্ত সমুদ্র মৌসুমে কাঠের নৌকায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর দিকে পাড়ি জমান।

সম্প্রতি মালয়েশিয়ার কোস্টগার্ড প্রায় ৩০০ অভিবাসী নিয়ে দুটি নৌকাকে তাদের জলসীমা থেকে বের করে দেয়। স্থানীয় প্রশাসন তাদের কিছু খাদ্য ও পানি সরবরাহ করলেও নিরাপদ স্থানে প্রবেশের অনুমতি দেয়নি।

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে রোহিঙ্গাদের পৌঁছানো প্রায় নিয়মিত ঘটনা। গত নভেম্বরে একই উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটে, যেখানে শতাধিক শরণার্থীকে উদ্ধার করে স্থানীয় উপকূলরক্ষী বাহিনী।

১৯৫১ সালের জাতিসংঘ শরণার্থীকনভেনশনে ইন্দোনেশিয়া স্বাক্ষরকারী দেশ নয়। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে শরণার্থীদের আশ্রয় দেওয়ার একটি ইতিবাচক ইতিহাস রয়েছে দেশটির। শরণার্থীদের সাময়িক আশ্রয় দেওয়া হলেও তাদের ভবিষ্যৎ ঠিক করতে স্থানীয় সরকারের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

সূত্র: এএফপি, রয়টার্স

কমেন্ট বক্স
সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ