শহীদ পরিবার ও আহতদের আজীবন পুনর্বাসন করা হবে: নাহিদ
-
আপলোড সময় :
০৬-০১-২০২৫ ০৪:৩৮:০৩ অপরাহ্ন
-
আপডেট সময় :
০৬-০১-২০২৫ ০৪:৩৮:০৩ অপরাহ্ন
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ অধিদফতর গঠন করা হচ্ছে। এ উদ্যোগের অধীনে শহীদ পরিবার ও আহতদের জন্য আজীবন সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হবে।
সোমবার (৬ জানুয়ারি) রেল মন্ত্রণালয়ে তিন উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, শহীদ পরিবার ও আহতদের জন্য মোট ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা অর্থ সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে জানুয়ারি মাসে ২৩২ কোটি ৬০ লাখ টাকা প্রদান করা হবে। বাকি টাকা জুনের মধ্যে বিতরণ করা হবে।
তিনি আরও জানান, শহীদ পরিবারের তালিকাভুক্তির জন্য আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৮২৬ শহীদ পরিবার এবং ১১ হাজার আহত ব্যক্তি তালিকাভুক্ত হয়েছেন। এর পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
তথ্য উপদেষ্টা বলেন, “পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, শহীদ পরিবার প্রতি ৩০ লাখ টাকা পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে (এফডিআর) রাখা হবে। আহত ব্যক্তিরা সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাবেন। পাশাপাশি মাসিক ভাতা প্রদানের ব্যবস্থাও থাকবে।”
সরকারের এই পদক্ষেপ শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কমেন্ট বক্স